কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার ভয়ে গুরুত্বপর্ণ শহর থেকে সেনা সরিয়ে নিল ইউক্রেন

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইউক্রেনের প্রধান পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেন। সেনাদের জীবন বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

সম্প্রতি আভদিভকা শহরের নিয়ন্ত্রণ নিয়ে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তুমুল লড়াই হয়। লড়াইয়ে বেশ সাফাল্য পেয়ে যায় রুশ বাহিনী। এরপর তারা শহরটি চারদিক থেকে ঘিরে ফেলার হুমকি দেয়।

ইতোমধ্যে রাশিয়ার হামলার শিকার হয়ে শহরটি প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। শহরটিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। যুদ্ধ শুরুর আগে এই শহরে ৩০ হাজার মানুষ বসবাস করলেও এখন সেখানে প্রায় কেউ থাকেন না।

শনিবার সকালে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেকসান্দার তারনাভস্কি বলেছেন, রুশ বাহিনী কর্তৃক ঘেরাও এড়াতে এবং ইউক্রেনীয় সেনাদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের সেনারা মর্যাদার সঙ্গে তাদের সামরিক দায়িত্ব পালন করেছেন। রাশিয়ার সেরা সামরিক ইউনিট ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। জনশক্তি ও যুদ্ধাস্ত্রের দিক থেকে শত্রু সেনাদের উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি রাশিয়া আভদিভকা শহর দখল করে নিতে পারে বলে সতর্ক করেন।

ওয়াশিংটনে কিরবি বলেন, আভদিভকা শহরের পতন হতে পারে। কারণ যুদ্ধক্ষেত্রে থাকা ইউক্রেনীয় বাহিনীর গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে ইউক্রেনের সেনা অবস্থানে হামলার জন্য একের পর এক পদাতিক বাহিনীর দল পাঠিয়ে চলেছে রাশিয়া।

তিনি বলেন, রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনের এখন আর্টিলারি শেল প্রয়োজন। কিন্তু কংগ্রেস কোনো সহায়তা বিল পাস করতে পারেনি। তাই আমরা ইউক্রেনকে আর্টিলারি শেল দিতে পারছি না। রুশ বাহিনী এখন আভদিভকায় ইউক্রেনের পরিখার কাছে এসে গেছে। তারা ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে শুরু করেছে।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেন অস্ত্র ও গোলাবারুদের জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের ওপর প্রায় পুরোপুরি নির্ভরশীল। এতদিন যুক্তরাষ্ট্র থেকে সহায়তা এলেও এখন ইউক্রেনকে নতুন করে সহায়তা দেওয়া নিয়ে মার্কিন ক্ষমতাসীন ও বিরোধী দল বিভক্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র্রের সহায়তা ছাড়া যুদ্ধে বেশ বেকায়দায় পড়েছে জেলেনস্কি বাহিনী।

কয়েক মাস দেন-দরবার শেষে চলতি সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন মার্কিন ডলারসহ ৯৫ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। এখন সেটি অনুমোদনের জন্য বিরোধী দল রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। তবে প্রতিনিধি পরিষদে এ সহায়তা বিল পাসের সম্ভাবনা খুব কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ নজরুলের বক্তব্য আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নয়: বিসিবি

সীমান্তে মসুর ক্ষেতে মিলল পিস্তলসহ তাজা গুলি

গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

৪৩ পণ্য ও সেবা রপ্তানি প্রণোদনার মেয়াদ বাড়ল

২০২৫ সালে গুরুত্বপূর্ণ আর্থিক মাইলফলক অর্জন করল কমিউনিটি ব্যাংক

ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া

কর্মস্থলে মোটরসাইকেল বহর নিয়ে এসে তোপের মুখে পরিবার পরিকল্পনা কর্মকর্তা

আলোচনায় বসতে চায় ইরান, বললেন ট্রাম্প

বিএনপিতে যোগ দিলেন এলডিপির কয়েকশ নেতাকর্মী

ককটেল ফাটিয়ে বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার চেষ্টা বিএসএফের

১০

পার্থর আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী 

১১

মনোনয়নপত্র জমার সুযোগ পেয়ে যা বললেন হিরো আলম

১২

কখন ডিম খেলে বেশি উপকার পাওয়া যায়, যা বলছেন বিশেষজ্ঞরা

১৩

অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

১৪

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট হলেন রুয়েট উপাচার্য

১৫

সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ : ডিআইজি রেজাউল

১৬

আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

১৭

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পীসহ ছয়জন নিহত

১৮

প্রার্থিতা ফিরে পেয়ে কাঁদলেন ১ স্বতন্ত্র প্রার্থী

১৯

সরকারি বিভিন্ন উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ : রুমিন ফারহানা

২০
X