নিজেদের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র ঢুকে পড়েছে বলে দাবি করেছে পোল্যান্ড। রোববার (২৪ ফেব্রুয়ারি) পোলিশ সেনাবাহিনী এ দাবি করেছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইউক্রেনে হামলার আগে আকাশসীমা লঙ্ঘন করে পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ে। এ ঘটনায় রাশিয়ার কাছে ব্যাখা তলব করা হবে বলে জানিয়েছে দেশটি।
পোল্যান্ড জানিয়েছে, মস্কো ইউক্রেনের ওপর আক্রমণ বাড়িয়েছে। এ আক্রমণের অংশ হিসেবে দেশটিকে লক্ষ্য করে ক্রুজ মিসাইল ছোড়ে রুশ বাহিনী। আর এ ক্ষেপণাস্ত্রই পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছে।
পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাওয়েল রনস্কি বলেন, আমরা রুশ ফেডারেশনকে ইউক্রেনে সন্ত্রাসী বিমান হামলা, যুদ্ধ শেষ ও নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোনিবেশ করতে বলেছি।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাও কোসিনিয়াক-কামিজ বলেন, রাশিয়ার ইউক্রেনে হামলার পর থেকে পোল্যান্ড তাদের সব ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমানবাহিনীকে সক্রিয় করেছে। তিনি বলেন, পোল্যান্ডের ভূখণ্ডের কোনো কিছুতে নিশানার ইংগিত পেলে রুশ ক্রুজ মিসাইলকে গুলি করে ভূপাতিত করা হতো।
পোল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, ভূমি থেকে ৪০০ মিটার ওপরে ঘণ্টায় প্রায় ৮০০ কিলোমিটার বেগের এ ক্ষেপণাস্ত্রটি প্রায় দুই কিলোমিটার সীমান্ত পার হয়ে পোল্যান্ডে ঢুকে পড়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, রুশ বিমানবাহিনীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে। এটি লুবলিন প্রদেশের ওসারডো গ্রামে আকাশসীমায় ৩৯ সেকেন্ড অবস্থান করেছিল।
এর আগে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর একই ঘটনা ঘটেছিল। ওই সময়ে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের প্রবেশের আগে কয়েক মিনিটের জন্য পোলান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছিল। এছাড়া ২০২২ সালের নভেম্বরে ইউক্রেন সীমান্তের নিকটবর্তী পোলান্ডের একটি গ্রামে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত দুজন নিহত হন।
মন্তব্য করুন