ভূমিকম্পে কেঁপে উঠেছে জাতিসংঘ সদর দপ্তর। শুক্রবার (৫ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও আশপাশের অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় সেখানে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে আলোচনা চলছিল। শনিবার (০৬ এপ্রিল) এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পনের মাত্রা কতটা জোরালো ছিল তা নিরাপত্তা পরিষদের বৈঠকে থাকা ক্যামেরায় ধরা পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জাতিসংঘ কম্পনের একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গেছে, ভূমিকম্পের সময়ে সেভ দ্য চিলড্রেনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জান্তি সোয়েরিপ্তো কথা বলছেন। ফিলিস্তিনের গাজা উপত্যাকা নিয়ে আলোচনার সময়ে হঠাৎ করে জাতিসংঘের ভবনটি কেঁপে ওঠে।
#BREAKING: Youre making the ground shake! UN Security Council hears as mid-morning #earthquake interrupts briefing on the situation in the Middle East. pic.twitter.com/1F8TZBHKKu — UN News (@UN_News_Centre) April 5, 2024
ভূমিকম্পের সময় তিনি কথা বলা বন্ধ করে দিলে পাশ থেকে কেউ মজার ছলে বলেন, আপনি মাটি কাঁপাচ্ছেন।
শুক্রবার আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নিউ জার্সিতে। তবে এ ভূমিকম্পের সময় কেউ আহত বা নিহত হননি। এছাড়া ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এক্সে ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব ম্যানহাটনে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটির প্রভাব পুরো নিউইয়র্কে পড়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা আমাদের টিম জানার চেষ্টা করছে।
মন্তব্য করুন