স্লোভাকিয়ার জনপ্রিয় প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করা হয়েছে। বুধবার (১৫ মে) তিনি সরকারি বৈঠকের পর বাইরে বের হয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের সময় তাকে গুলি করা হয়। বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, আহত অবস্থায় তাকে হাপাতালে নেওয়া হয়েছে। রাজধানী থেকে ১৫০ কিলোমিটার উত্তর পূবাঞ্চলের হান্ডলোভা শহরে তিনি এ হামলার শিকার হন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি।
BREAKING: Prime minister of Slovakia Robert Fico has just been shot pic.twitter.com/ww3zCNzM1B
— Insider Paper (@TheInsiderPaper) May 15, 2024ঘটনাস্থলে উপস্থিত সংবাদিকরা জানান, প্রধানমন্ত্রী মানুষের সঙ্গে দেখা করার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে এ সময় সেখান থেকে তাকে গুলি করা হয়। যদিও স্লোভাকিয়ার পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
টেলিভিশন চ্যানেল টিএ৩-এর বরাতে এপি জানিয়েছে, এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে বিষয়ে এখনও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও কিছু জানানো হয়নি।
মন্তব্য করুন