ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের সৌরাষ্ট্র, কচ্ছ অঞ্চলসহ পাকিস্তান উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ভারতের আবহাওয়া বিভাগ সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। কর্মকর্তারা বলছেন, বেশ কয়েকটি উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। এ ছাড়া বন্যার আশঙ্কায় ত্রাণ সহায়তার জন্য প্রস্তুত রয়েছে সেনাবাহিনী।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের পোরবন্দর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থান করছে। এরই মধ্যে উপকূলীয় অঞ্চল থেকে ৩৭ হাজার ৮০০ জনকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে গুজরাট কর্তৃপক্ষ।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল মঙ্গলবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করেন।
রাজ্যের ত্রাণবিষয়ক কর্মকর্তা অলোক কুমার পান্ডে বলেছেন, ‘উপকূলের কাছাকাছি বসবাসকারী মানুষের মধ্যে যারা ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাদের আমরা সরিয়ে নিচ্ছি। বিভিন্ন জেলা প্রশাসন এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে।’
আহমেদাবাদ আবহাওয়া বিভাগের পরিচালক মনোরমা মোহান্তির বলছেন, ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের জাখাউ বন্দরের কাছে কচ্ছের মান্ডভি এবং পাকিস্তানের করাচির মধ্যবর্তী স্থান অতিক্রম করতে পারে। ওই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫-১৩৫ কিলোমিটার থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
মন্তব্য করুন