কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক ও সীমান্তে বেড়া নিয়ে যা বলছে ভারত

রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত
রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত

সীমান্তে বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সামরিক সম্পর্কোন্নয়ন নিয়েও কথা বলেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) নয়াদিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব বিষয়ে কথা বলেন তিনি।

রণধীর জয়সওয়াল বলেন, সীমান্তে বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে। বিভিন্ন অপরাধ বন্ধ করার জন্য সীমান্তে বেড়া দেওয়া জরুরি। আমরা মনে করি সীমান্তে বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে এখন পর্যন্ত যতগুলো সমঝোতা হয়েছে, বাংলাদেশ এগুলো ইতিবাচকভাবে নিয়ে কার্যকর করবে। মানবপাচার ও গরু পাচারসহ যেসব অপরাধ হয়, তা বন্ধ করে অপরাধমুক্ত একটা সীমান্তে রূপ দিতে হবে।’

তিনি বলেন, ‘সীমান্তে বেড়া দেওয়া ইস্যুতে যে গতিবিধি চলছে, তা দুই দেশের মধ্যকার সমঝোতা অনুযায়ীই হচ্ছে। আমাদের কথা হচ্ছে, যে সমঝোতা হয়েছে তা দুই দেশকে মিলেই কার্যকর করতে হবে।’

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন নিয়ে জয়সওয়াল বলেন, ‘প্রতিবেশী দেশগুলোতে যে গতিবিধি চলছে, বিশেষ করে যা ভারতে প্রভাব ফেলতে পারে, সেসব ইস্যুতে ভারত সব সময় তীক্ষ্ণ নজর রাখে। আর ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত কোনো গতিবিধি হলে তাতেও ভারত কড়া নজর রাখে। এসব ক্ষেত্রে আমাদের যেসব পদক্ষেপ নেওয়া দরকার, আমরা তা নেব।’

১৫ বছরের বেশি সময় পর পাকিস্তানে কোনো সামরিক মহড়ায় বাংলাদেশের কোনো যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। এতে ভারতের প্রতিক্রিয়া কী? আর বিজিবি ও বিএসএফের মধ্যকার বৈঠকের ব্যাপারেও জানতে চাওয়া হয়।

এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘আমরা প্রতিবারই বলে আসছি, ভারত পারস্পরিক সম্পর্কের ওপর নজর রাখে, বিশেষ করে প্রতিবেশী দেশের ক্ষেত্রে। জাতীয় স্বার্থে আমরা এখনো তা-ই করে যাব। আর বিজিবি এবং বিএসফের মধ্যে বৈঠকের আলাপ চলছে। সময় নির্ধারিত হলে আমরা বিস্তারিত জানাব।’

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন নিয়ে আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাপারে আমাদের মনোভাব হচ্ছে, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চাই। অন্য দেশের (পাকিস্তান) সঙ্গে তাদের সম্পর্কটা তাদের নিজেদের ব্যাপার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে কোন কোন অস্ত্র ব্যবহার করেছে ভারত

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

মহাসড়কে ঝুমকার মতো ঝুলছে সোনালু ফুল

পলাতক, পদত্যাগ, বরখাস্ত ও অনুপস্থিত শিক্ষকদের তথ্য তলব

পাকিস্তানে হামলাকে ‘অপারেশন সিঁদুর’ বলছে কেন ভারত?

পাকিস্তানের পাশে দাঁড়াল শক্তিশালী এক মুসলিম দেশ

পাকিস্তানে হামলার পর ভারতীয় রুপির পতন

পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

পাকিস্তান সেনাদের হামলায় তিন ভারতীয় নিহত

পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এয়ার ইমার্জেন্সি জারি

১০

১৯৭১ সালের পর প্রথমবার এমন হামলা চালিয়েছে ভারত

১১

এক রাতে ৩ রাফায়েল খোয়াল ভারত

১২

ভারতের সঙ্গে ‘যুদ্ধ ঘোষণা’ শেহবাজ শরিফের

১৩

বায়ুদূষণে বিশ্বচ্যাম্পিয়ন ঢাকা

১৪

০৭ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত

১৬

পাকিস্তানের পাল্টা হামলা, ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

১৭

পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাকে ফোন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

১৮

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৯

০৭ মে : আজকের নামাজের সময়সূচি

২০
X