কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৪:২০ পিএম
আপডেট : ০৬ মে ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীর হামলার কথা আগেই জানতেন মোদি, বোমা ফাটালেন কংগ্রেস সভাপতি 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ছবি : সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলা হবে এই তথ্য আগে থেকেই জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, হামলার তিনদিন আগে তার কাশ্মীরে সফরের কথা থাকলেও— হামলা হবে এ তথ্য জেনে তিনি সে সফর বাতিল করেন। আজ মঙ্গলবার (৬ মে) ভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন। খবর এনডিটিভির।

এক বিবৃতিতে খাড়গে বলেন, ২২ এপ্রিল পেহেলগাম হামলার তিন দিন আগে প্রধানমন্ত্রীর কাছে একটি গোয়েন্দা প্রতিবেদন পাঠানো হয়েছিল। ওই প্রতিবেদনে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। ওই তথ্য পাওয়ার পরই প্রধানমন্ত্রী তাঁর নির্ধারিত কাশ্মীর সফর বাতিল করেন।

কংগ্রেসের সভাপতি বলেন, সরকার স্বীকার করেছে যে এটি একটি গোয়েন্দা ব্যর্থতা। তারা বলেছে যে বিষয়টি তারা মেটাবে। কিন্তু প্রশ্ন হলো, আগে থেকে জানলেও উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হলো না? তিনি প্রশ্ন করেন, যেখানে প্রধানমন্ত্রী নিজেই জানতেন হামলা হবে সেখানে সেই হামলা কেনো ঠেকানো হল না?

খাড়গে আরও বলেন, আমি শুনেছি এবং সংবাদপত্রেও পড়েছি যে ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর বাতিল হয়। আমি জানতে পেরেছি, তার তিন দিন আগে তাকে গোয়েন্দা রিপোর্টে সতর্ক করা হয়েছিল। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কেন ব্যবস্থা নেওয়া হলো না?

উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটনস্থল পেহেলগামে হঠাৎ করেই সন্ত্রাসীরা গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ২৬ জন নিরীহ পর্যটকের। আহত হন আরও অনেকে। গোটা দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। এই ঘটনার জেরে রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

ভারতের বিজেপি সরকার দাবি করে, স্থানীয় প্রশাসন পাহেলগামের বৈসারণ এলাকা হঠাৎ করেই খুলে দেয় নিরাপত্তা সংস্থাগুলিকে না জানিয়েই, যা সাধারণত জুনে অমরনাথ যাত্রার আগে বন্ধ রাখা হয়। পর্যটন এলাকাটি খুলে দেওয়ার কথা না জানার কারণেই সেখানে কোনো নিরাপত্তা বাহিনী ছিল না।

এদিকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই- দাবি করেছে, সন্ত্রাসীরা প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে হামলা চালাতে চেয়েছিল। এই প্রেক্ষিতে পর্যটকদের, বিশেষ করে শ্রীনগরের শহরতলির হোটেলগুলিতে অবস্থানরত পর্যটকদের লক্ষ্যবস্তু করার সতর্কতা গোয়েন্দারা আগেই দিয়েছিলেন। তবে সরকার বলছে, আবহাওয়ার অবনতি — বিশেষ করে কাটরায় প্রবল ঝড়ো হাওয়ার পূর্বাভাসের কারণে ১৯ এপ্রিলের মোদির সফর স্থগিত করা হয়েছিল।

এই ঘটনার পর গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং সরকারের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। তার মধ্যেই বিরোধীদল কংগ্রেসের সভাপতি আজ দাবি করলেন যে, হামলার কথা মোদি আগেই জাসতেন। তবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত খাড়গের বক্তব্যের কোনও সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন নিয়ে ভারতে তুলকালাম

আইপিএল প্রসঙ্গ টেনে বিপিএলে প্রশ্ন, বিরক্ত নবী

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

অর্থ আত্মসাৎ মামলায় অব্যাহতি পেলেন মেহজাবীন

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

কিউবায় তেল সরবরাহ বন্ধের হুমকি ট্রাম্পের

৪০ বার হজ আদায়কারী ১৪২ বছরের হাজির মৃত্যু

বার্সার কাছে হার, তবু নিরাপদ জাবির চেয়ার

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি টাকা

১০

কিশোর বয়সে ইতিহাস গড়লেন ওয়েন কুপার

১১

বড় ভাইয়ের পর এবার গ্রেপ্তার ছোট ভাই

১২

কর্মজীবনে বিরতির পর ফিরে আসা, আত্মবিশ্বাস পুনর্গঠনে এক নারীর গল্প

১৩

ক্যারিয়ারের প্রথম গোল্ডেন গ্লোব জয় করলেন টিমোথি চালামেট

১৪

এক মাস জিহ্বা পরিষ্কার না করলে যেসব জটিলতা দেখা দিতে পারে

১৫

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

১৬

শৈত্যপ্রবাহ নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

১৭

ঢাবিতে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু ১৮ জানুয়ারি 

১৮

সিলেটে কেন নেই তাসকিন? জানাল ঢাকা ক্যাপিটালস

১৯

রাজধানীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় মিলল চাঞ্চল্যকর তথ্য

২০
X