কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ট্রাভেল এজেন্সিগুলোই যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশের কারিগর?

যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অপেক্ষা করছেন অভিবাসনপ্রত্যাশীরা (১১ মে, ২০২৩)। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অপেক্ষা করছেন অভিবাসনপ্রত্যাশীরা (১১ মে, ২০২৩)। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেআইনি অভিবাসন ইস্যুতে এবার সরাসরি ভারতের ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। মার্কিন স্বরাষ্ট্র দপ্তর এক ঘোষণায় জানিয়েছে, ভারতের পরিচালিত একাধিক ট্রাভেল এজেন্সি অবৈধভাবে ভারতীয় নাগরিকদের যুক্তরাষ্ট্রে পাঠানোর সঙ্গে জড়িত। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, এই অভিযোগের ভিত্তিতে সেইসব এজেন্সির মালিক, শীর্ষ নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন ডিসি।

সোমবার (২০ মে) দেওয়া ওই বিবৃতিতে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর জানায়, ‘আমাদের দূতাবাস ও কনস্যুলেটগুলো প্রতিদিন কাজ করে যাচ্ছে অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে। এর সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংগঠনগুলোকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব ট্রাভেল এজেন্সিই ভারতীয় অবৈধ অভিবাসীদের জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, যারা উচ্চমূল্যের বিনিময়ে ভারতীয় নাগরিকদের নানা প্রলোভন দেখিয়ে আমেরিকায় বেআইনিভাবে প্রবেশ করাতে সহায়তা করে।

প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মার্কিন অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আসে। বিশেষ করে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে তার প্রশাসন।

ইতোমধ্যে বহু ভারতীয় নাগরিককে অবৈধভাবে বসবাসের দায়ে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অনেককে দাগি অপরাধীর মতো হাত ও কোমরে দড়ি বেঁধে ফেরত পাঠানো হয়, যা নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়েছে।

একপর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, যেসব অবৈধ অভিবাসী স্বেচ্ছায় আমেরিকা ছাড়বেন, তাদের প্রত্যেককে ১,০০০ ডলার (প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) করে সহায়তা দেওয়া হবে।

বিশেষজ্ঞরা বলছেন, বেআইনি অভিবাসন প্রক্রিয়ায় সহায়তার অভিযোগে এবার ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আরও কড়া হতে পারে। তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অভিবাসনের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য ও বৈধ এজেন্সির মাধ্যমেই যোগাযোগ করা উচিত।

এদিকে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে এমন নিষেধাজ্ঞা ভারতের পর্যটন ও অভিবাসন খাতে বড় ধাক্কা হয়ে দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এখন দেখার বিষয়, এই ভিসা নিষেধাজ্ঞার পর ভারতের কেন্দ্রীয় সরকার ও অভিযুক্ত ট্রাভেল এজেন্সিগুলোর পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া পরিষদের এক সদস্যকে গলা কেটে হত্যা

আমিও আপনাদের সন্তান : তারেক রহমান

মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না : লায়ন ফারুক

সিলেটে কঠোর নিরাপত্তা

জনসভা সকালে, রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

১০

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

১১

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

১২

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

১৩

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

১৪

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

১৫

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১৬

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১৭

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৮

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৯

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

২০
X