শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৮:২৩ পিএম
আপডেট : ২২ মে ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

দুই শতাধিক যাত্রী নিয়ে ঝড়ের কবলে ভারতীয় বিমান

ক্ষতিগ্রস্ত বিমান। ছবি : সংগৃহীত
ক্ষতিগ্রস্ত বিমান। ছবি : সংগৃহীত

ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যায় দিল্লি থেকে শ্রীনগরগামী ফ্লাইট ৬ই২১৪২ এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিমানের সামনের অংশবিশেষ করে ‘নাক’ (নোজ)—গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে ২২৫ জনের বেশি যাত্রী ছিলেন। ঝড় শুরু হলে মাঝ আকাশে বিমানে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী, বিশেষ করে শিশুরা, ভয় পেয়ে চিৎকার ও কান্নায় ভেঙে পড়েন।

সংবাদমাধ্যমটি জানায়, ঝড় ও শিলাবৃষ্টির ফলে বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শ্রীনগরে জরুরি অবতরণ করে। ঝড়ের মধ্যে পাইলট তৎক্ষণাৎ ‘ইমার্জেন্সি’ সংকেত পাঠান শ্রীনগর এয়ার ট্রাফিক কন্ট্রোলকে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বজ্রপাতের আলোর ঝলকানিতে বিমানের ভেতর আতঙ্কিত যাত্রীদের মুখ।

ইন্ডিগো এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইটটি মাঝপথে শিলাবৃষ্টির কবলে পড়লেও পাইলট ও কেবিন ক্রু নির্ধারিত প্রটোকল অনুসরণ করে সবার নিরাপত্তা নিশ্চিত করেন এবং বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রীদের যত্ন নেওয়া হয় এবং তাদের আরাম নিশ্চিত করা হয় বলে জানিয়েছে সংস্থাটি। বিমানটির ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের পরই পুনরায় উড্ডয়নের অনুমতি দেওয়া হবে।

এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে, এদিন সন্ধ্যার পর দিল্লি ও আশপাশের এলাকায় প্রবল ঝড়বৃষ্টি হয়। ঘণ্টায় ৭৯ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়, সঙ্গে ছিল শিলাবৃষ্টি ও বজ্রপাত। এতে দিল্লির বিভিন্ন অংশে গাছ উপড়ে পড়ে, জলাবদ্ধতা তৈরি হয় এবং ব্যাপক যানজট দেখা দেয়।

সেইসঙ্গে এদিন রাজধানীতে রেকর্ড গরম পড়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার কারণে ‘হিট ইনডেক্স’ বা অনুভূত তাপমাত্রা পৌঁছায় ৫০.২ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদদের মতে, এই আকস্মিক দুর্যোগের পেছনে ছিল হরিয়ানা অঞ্চলে সক্রিয় একটি সাইক্লোনিক সার্কুলেশন, যা পূর্ব-পশ্চিম অক্ষাংশ ধরে পাঞ্জাব থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতাই এই ঝড়কে আরও শক্তি জুগিয়েছে।

ঝড়ের কারণে দিল্লির বিমানবন্দরে একাধিক ফ্লাইট বিলম্বিত হয় এবং শহরের মেট্রোর ইয়েলো লাইনের চলাচলেও বিঘ্ন ঘটে। পাশাপাশি, নোয়ডা শহরে বাতাসের দাপটে কিছু বিল্ডিংয়ের জানালা ও হোর্ডিং ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফটোগ্রাফার রাফিদের স্মরণে ফটোগ্রাফি কনটেস্ট আয়োজন করা হবে’

তেলের ডিপোর ট্যাংকে আটকে শ্রমিকের মৃত্যু

অনির্বাচিত সরকার সব কিছুর সমাধান করতে পারে না : যুবদল সভাপতি

ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে সচেষ্ট সরকার : আইসিটি সচিব

রাজউকের সার্ভারে ঢুকে ভবনের অনুমোদন করিয়ে নিয়েছিল হ্যাকার নিজেই

সরাসরি গ্রেপ্তারের ক্ষমতা পেলেন ট্রাইব্যুনালের প্রসিকিউট ও তদন্তকারী কর্মকর্তারা

জুলাই ঐক্যের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’ : নাহিদ ইসলাম

এবার আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের

শীতের শুরুতে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন

১০

ডাকসুর রোডম্যাপ দাবিতে ৩২ ঘণ্টা ধরে অনশনে বিন ইয়ামিন

১১

বই চুরির মামলায় অ্যাকাডেমিক সুপারভাইজার গ্রেপ্তার

১২

বন্যা না আসতেই ধসে গেল নদী রক্ষা বাঁধ

১৩

বর্তমান পরিস্থিতিতে মির্জা গালিবের ৫ পরামর্শ

১৪

পাকিস্তানকে বিশাল বাঁধ নির্মাণ করে দিচ্ছে চীন

১৫

অর্ধশতাধিক বাড়িঘর বিলীন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

‘কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে’

১৭

ক্যান্টনমেন্টে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

১৮

চট্টগ্রাম রোটারেক্ট ক্লাবের সভাপতি রাহাত, সম্পাদক ফারহানুল

১৯

ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া সেই ৬২৬ জনের তালিকা প্রকাশ করল সেনাবাহিনী

২০
X