বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
খুবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০২:৫৪ এএম
অনলাইন সংস্করণ

খুবিতে ‘শহীদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন ৪ শিক্ষার্থী

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ‘ম্যাথমেটিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের’ উদ্যোগে ‘শহীদ মীর মুগ্ধ বৃত্তি’ প্রদান ও স্মরণসভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ‘ম্যাথমেটিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের’ উদ্যোগে ‘শহীদ মীর মুগ্ধ বৃত্তি’ প্রদান ও স্মরণসভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ‘ম্যাথমেটিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের’ উদ্যোগে ‘শহীদ মীর মুগ্ধ বৃত্তি’ প্রদান ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ডিসিপ্লিনের চার শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় ইউআরপি লেকচার থিয়েটারে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, শহীদ মীর মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আজ বিশ্বব্যাপী এক অনন্য নাম। তিনি ছিলেন এক বিশাল ব্যক্তিত্বের অধিকারী। তার মননে ও চিন্তায় সদা জাগরূক ছিল খুলনা বিশ্ববিদ্যালয়।

উপাচার্য বলেন, জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগের মাধ্যমে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। তার স্মৃতিকে অম্লান রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নামকরণ, ১৮ জুলাইকে ‘শহীদ মীর মুগ্ধ দিবস’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি, স্মৃতি কর্নার ও পানি কর্নার স্থাপনসহ একাধিক উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।

তিনি আরও বলেন, ম্যাথমেটিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে মহান উদ্যোগে আজ এই বৃত্তি চালু করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য ড. মো. হারুনর রশীদ খান বলেন, মীর মুগ্ধর মতো তরুণরা জীবনের বিনিময়ে আমাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করেছে। তারা দেশের জন্য গর্ব। আজকের এই বৃত্তি তার প্রতি সম্মান ও ভালোবাসার প্রতিফলন এবং স্মৃতিকে অম্লান রাখার প্রয়াস।

গণিত ডিসিপ্লিন প্রধান ড. মো. আজমল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. নূরুন্নবী, ছাত্রবিষয়ক পরিচালক ড. মো. নাজমুস সাদাত, মীর মুগ্ধর বড় ভাই মেরিন ইঞ্জিনিয়ার মীর মাহমুদুর রহমান দীপ্ত, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মুন্সী শহীদ আনিস (সুমন)। স্বাগত বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

এই বৃত্তি পাওয়া গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থীরা হলেন চতুর্থ বর্ষ-দ্বিতীয় টার্মের মো. আনিচুর রহমান পলাশ, তৃতীয় বর্ষ-দ্বিতীয় টার্মের নূর আলম, তৃতীয় বর্ষ-প্রথম টার্মের মো. আব্দুল আলীম ও প্রথম বর্ষ-দ্বিতীয় টার্মের আহসান হাবীব। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় জয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানদের

ছাত্রদল নেতার সঙ্গে বাগবিতণ্ডা, ঢাবি শিক্ষক বললেন, ‘এই কষ্ট কোনোদিন ভুলব না’

ডাকসু : বিএনপি-জামায়াতের সঙ্গে আলোচনায় সরকার

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু কবে, জানাল ক্রিকইনফো

তিন হলের ভোট গণনা শেষ

শিবির ট্যাগ দিয়ে ডাকসুর নারী প্রার্থীর স্বামীকে হেনস্তা

জামাল-তপুদের নিরাপদে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে স্ববিরোধী তদন্ত সিআইডির

নেপালে বাংলাদেশের টিম হোটেলে হামলার চেষ্টা

ডাকসুর ফলাফল কখন ঘোষণা হবে, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা

১০

এসএ২০ নিলামে দল পেলেন তাইজুল

১১

তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার : সারজিস

১২

এমন ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না : ভিপি প্রার্থী ইমি

১৩

ডাকসু নির্বাচনে ক্রীড়াঙ্গনের তারকাদের ভোট সংক্রান্ত আক্ষেপ-উচ্ছ্বাস

১৪

‘ছবি তৈরি না হলে বেঁচে আছি কী করে’ ভুয়া খবর নিয়ে ক্ষোভ জয়ার

১৫

ঢাবি প্রশাসনসহ একটি অংশ শিবিরকে সমর্থন জোগাচ্ছে : আমান 

১৬

ভিপি প্রার্থী উমামার রহস্যজনক পোস্ট

১৭

ছাত্র সংসদ গঠনসহ ১৫ দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

১৮

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১৯

স্কুলের সামনে মাকে পিটিয়ে অস্ত্রের মুখে মেয়েকে অপহরণ

২০
X