রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে গত সোমবার বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তে নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় প্রদীপ প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) ইসকন স্বামীবাগ আশ্রম, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও নারিন্দার মাধ্ব গৌড়ীয় মঠে পৃথকভাবে এই কর্মসূচি পালিত হয়।
যুব ও ছাত্রঐক্য পরিষদের প্রদীপ প্রজ্বলন : বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় যৌথভাবে প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনা সভা করেছে বাংলাদেশ যুবঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্রঐক্য পরিষদ।
সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবঐক্য পরিষদের অন্যতম সভাপতি শিমুল সাহা। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, প্রেসিডিয়াম মেম্বার কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, ভিক্ষু সুনন্দপ্রিয়, যুবঐক্য পরিষদের অন্যতম সভাপতি সজীব বড়ুয়া ও মিলন সেবাস্তিয়ান মন্ডল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পলাশ চন্দ্র নাথ, মহিলা ঐক্য পরিষদের অন্যতম সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য ও মধুমিতা বড়ুয়া, ছাত্রঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সজীব সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপঙ্কর শীল প্রমুখ। যুব ও ছাত্রঐক্য পরিষদের নেতারা জানান, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও মহানগরের প্রেসক্লাব, শহীদ মিনার অথবা মন্দির প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়েছে।
ইসকনের বিশেষ প্রার্থনা : বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন বাংলাদেশের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাতে ইসকন স্বামীবাগ আশ্রমে এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, কেন্দ্রীয় নেতা জ্যোতিশ্বর গৌর দাস, বিমলা প্রসাদ দাস, ভানু মাধব দাস প্রমুখ। আশ্রমের অন্যতম পুরোহিত মধুসূদন গোবিন্দ দাস প্রার্থনা সভায় পুরোহিত ছিলেন। এ ছাড়া মোমবাতিও প্রজ্বলন করা হয়।
সনাতনী জোটের প্রার্থনা সভা : বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্য কামনায় রাতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। জোটের উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি ও বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, জোটের অন্যতম প্রতিনিধি ও বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টির সভাপতি প্রসেনজিৎ কুমার হালদার, পার্টির সহ-সভাপতি সাজেন কৃষ্ণ বল, সাধারণ সম্পাদক তন্ময় মৌলিক, যুগ্ম সম্পাদক সৌরভ গাঙ্গুলি সকাল, অরিন্দম কর্মকার, বিপুল বর্মন, দপ্তর সম্পাদক রাজ ঘোষ রান্টু, সহ-দপ্তর সম্পাদক সজল মন্ডল শুভ, যুব ঐক্যপরিষদের অন্যতম সভাপতি শিমুল সাহা, বাংলাদেশ হিন্দু পরিষদের মুখপাত্র সাজেন মিশ্র, প্রচার সম্পাদক অনুপ কুমার দত্ত, সনাতনী অধিকার আন্দোলনের প্রতিনিধি সবুজ দত্ত প্রমুখ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের অন্যতম পুরোহিত নিখিল চক্রবর্তী প্রার্থনা সভায় পুরোহিত ছিলেন।
বাংলাদেশ হিন্দু পরিষদের প্রার্থনা সভা : বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্য কামনায় বিকেলে নারিন্দার শ্রী শ্রী মাধ্ধ গৌড়ীয় মঠে বাংলাদেশ হিন্দু পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন- মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উৎপল রায়, হিন্দু পরিষদের সভাপতি দীপংকর শিকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, প্রধান সমন্বয়ক অনুপ কুমার দত্ত, সহ-সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ দাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয়, অ্যাডভোকেট বাসুদেব গুহ, উজ্জ্বল কর্মকার, বিশ্বজিৎ, টনি দাস, সবুজ বৈরাগী, পদ্মনাভ মহারাজ, হরিদাস ব্রহ্মচারী, নিশিকান্ত ব্রহ্মচারী, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি প্রসেনজিৎ হালদার, সাজেন কৃষ্ণ বল প্রমুখ। প্রার্থনা সভা শেষে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়।
মন্তব্য করুন