কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০১:৪২ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প-নেতানিয়াহুকে এক হাত নিলেন সোনিয়া গান্ধী, ছাড়লেন না মোদি সরকারকেও

সোনিয়া, ট্রাম্প, মোদি ও নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
সোনিয়া, ট্রাম্প, মোদি ও নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরানি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক হামলাকে ‘অবৈধ এবং সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে নিন্দা করেছেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী। দ্য হিন্দুতে প্রকাশিত এক উপ-সম্পাদকীয়তে শ্রীমতি গান্ধী ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে মন্তব্য করেন।

সোনিয়া গান্ধী তার লেখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র নিন্দা করেন। পাশাপাশি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান না নিয়ে নরেন্দ্র মোদি সরকারের নীরবতায় উষ্মা প্রকাশ করেন।

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী লিখেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান শত্রুতায় ভারতের নীরবতা কেবল কূটনৈতিক ত্রুটিই নয়; বরং ভারতের ‘নৈতিক ও কৌশলগত ঐতিহ্য’ থেকে বিচ্যুতি।

তিনি লেখেন, ইরানের মাটিতে এই বোমা হামলা এবং টার্গেট করে শীর্ষ নেতাদের হত্যার নিন্দা জানিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। ইসরায়েলের কাজ আঞ্চলিক ও বৈশ্বিকভাবে মারাত্মক পরিণতিসহ একটি বিপজ্জনক বৃদ্ধির প্রতিনিধিত্ব করে। গাজায় নৃশংস ও অসামঞ্জস্যপূর্ণ অভিযানসহ ইসরায়েলের সাম্প্রতিক অনেক কর্মকাণ্ডের মতো এ অভিযানটিও বেসামরিক জীবন এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিচালিত হয়েছে। এই কর্মকাণ্ডগুলো কেবল অস্থিতিশীলতাকে আরও গভীর করবে এবং আরও সংঘাতের বীজ বপন করবে।

সোনিয়া লেখেন, ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়—১৯৯৫ সালে প্রধানমন্ত্রী ইতজাক রবিনের হত্যার মাধ্যমে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক শান্তি উদ্যোগগুলো সমাপ্ত হয়। আর নেতানিয়াহু ঘৃণার আগুনকে আরও উসকে দিতে সাহায্য করছেন।

শ্রীমতি গান্ধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাও করেন। তিনি লেখেন, ‘ট্রাম্প পূর্বে অন্তহীন যুদ্ধ এবং সামরিক শক্তির বিরুদ্ধে সতর্ক করেছিলেন। তবুও তিনি এখন একই ভুলগুলো পুনরাবৃত্তি করছেন বলে মনে হচ্ছে। আরেকটি ইরাক যুদ্ধের দিকে যুক্তরাষ্ট্রকে পরিচালিত করছেন।’ ২০০৩ সালে ইরাকের গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগের উল্লেখ করে যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ টানেন গান্ধী। পরে ইরাক পতনের পর জানা যায়, এমন কোনো অস্ত্র ইরাকে ছিল না।

তিনি লেখেন, ইরান ভারতের দীর্ঘদিনের বন্ধু এবং গভীর সভ্যতার বন্ধনে আবদ্ধ। জম্মু ও কাশ্মীরসহ গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের অবিচল সমর্থনের ইতিহাস রয়েছে। ১৯৯৪ সালে ইরান কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার কমিশনে ভারতের সমালোচনামূলক একটি প্রস্তাব আটকাতে সাহায্য করেছিল। প্রকৃতপক্ষে ইরানের সাম্রাজ্যবাদী রাষ্ট্র ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের দিকে ঝুঁকেছিল। তার তুলনায় ভারতের সঙ্গে অনেক বেশি সহযোগিতাপূর্ণ আছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

গান্ধী তার বক্তব্য শেষ করেন ভারত সরকারের প্রতি এই অঞ্চলে তার কূটনৈতিক ভূমিকা পুনঃপ্রতিষ্ঠার আবেদনের মাধ্যমে। তিনি ভারতকে স্পষ্টভাবে কথা বলতে, দায়িত্বশীলভাবে কাজ করতে, পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনে অবদান রাখতে তাগিদ দেন। সোনিয়া গান্ধী মনে করেন, বিবদমান পক্ষকে সংলাপে আনার জন্য ভারত সরকারের কূটনৈতিক চ্যানেল ব্যবহার করা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন সচিব হলেন বিচারক লিয়াকত আলী মোল্লা

বাবার দায়ের কোপে প্রাণ গেল ৫ বছরের শিশুর 

শহীদ আবরারের নামে ফেনী নদীর নামকরণের দাবি

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান

আবুল খায়ের গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ

২০২৬ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৮ শতাংশ : বিশ্বব্যাংক

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

শীর্ষে পাকিস্তান ও দুইয়ে বাংলাদেশ, কোথায় অবস্থান ভারতের

এক-এগারোর সরকার তো একটি উদ্দেশ্যপ্রণোদিত সরকার ছিল : তারেক রহমান

ইরান-সমর্থিতদের হামলায় ডাচ জাহাজের ক্রু নিহত

১০

এবার আহানের বিপরীতে শর্বরী

১১

ক্যানসারে আক্রান্ত সাবেক ব্রাজিল তারকা

১২

বিকেলে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ, খেলা দেখবেন যেভাবে

১৩

নতুন ২ টিভির লাইসেন্স পেলেন যারা

১৪

দল হিসেবে আ.লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ

১৫

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে যা বললেন তারেক রহমান

১৬

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

১৭

স্টার্ককে নিয়ে ভারত সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

১৮

অকাল বার্ধক্য ডেকে আনছে আপনার প্রতিদিনের যে ২ খাবার

১৯

প্রধানমন্ত্রীর সংসদ ও দলীয় নেতৃত্বের প্রশ্নে যা বললেন তারেক রহমান

২০
X