কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের নাম বদলাতে কত টাকা খরচ হতে পারে?

ভারতের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত
ভারতের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ‘ইন্ডিয়া’ নাম বাদ দিতে চায়, এমন গুঞ্জন বেশ আগে থেকেই প্রচলিত। সম্প্রতি ভারতীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দুটি নথি সামনে আসতেই এই জল্পনার পালে নতুন করে হাওয়া বইতে শুরু করেছে।

দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিধর দেশ ভারত। দেশটির ইংরেজি নাম ‘ইন্ডিয়া’। দেশের নাম ভারত নাকি ইন্ডিয়া? কোনটা থাকবে, নাকি দুটোই? অবশ্য দেশটির সংবিধানে বর্তমানে ইন্ডিয়া ও ভারত দুটি নামই উল্লেখ আছে। শেষ পর্যন্ত যদি বিজেপি সরকার দেশের নাম পরিবর্তন করেই তাহলে কত টাকা খরচ হবে, সে বিষয়াটিও আলোচনায় আসছে।

দক্ষিণ আফ্রিকার ইন্টেলেকচুয়াল প্রোপার্টিবিষয়ক আইনজীবী ও ব্লগার ড্যারেন অলিভার এক বিশেষ মডেল ব্যবহার করে ভারতের নাম পরিবর্তন করলে কত টাকা খরচ হতে পারে তার একটি হিসাব দিয়েছেন।

তার মতে, শেষ পর্যন্ত যদি সত্যিই নাম পরিবর্তন করা হয়, তাহলে ভারতকে একটি বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। দেশের নথিপত্র, বই-পুস্তক, অনলাইন বা ডিজিটাল জগতের অনেক কিছু পরিবর্তন করতে হবে। আর এসব প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১৪ হাজার কোটি ভারতীয় রুপি খরচ হতে পারে। যার পরিমাণ বাংলাদেশি টাকায় হিসাব করলে দাঁড়ায় প্রায় ১৮ হাজার ৪৮ লাখ কোটি টাকা।

২০২৩ সালের ৩১ মার্চ ভারতের সবশেষ অর্থবছর শেষ হয়েছে। সদ্য বিদায়ী অর্থবছরে প্রায় ২৩ লাখ ৮৪ হাজার কোটি রুপি রাজস্ব সংগ্রহ করেছে ভারত সরকার। ফলে ১৪ হাজার কোটি রুপি খরচ করা বিজেপি সরকারের জন্য তেমন বড় কোনো বিষয় না।

তবে দেশের নাম পরিবর্তনের কারণে কয়েক শতাব্দী ধরে গড়ে উঠা ভারতের ব্র্যান্ড ভ্যালু মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এক এক্সবার্তায় কংগ্রেস নেতা শশি থারু বলেন, ইন্ডিয়া নাম বাদ দেওয়া হলে বহু বছর ধরে গড়ে উঠা ব্র্যান্ড ভ্যালুর অনেক ক্ষতি হবে। আর এ ক্ষতির পরিমাণ এত বেশি যে তা পরিমাপ করা অসম্ভব।

বুধবার (৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম টাইমস নাওয়ের বরাতে বলা হয়, আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দেশের নাম পরিবর্তনের বিষয়ে একটি রেজুলেশন আনতে পারে নরেন্দ্র মোদির সরকার। ওই রেজুলেশনে দেশটির নাম আনুষ্ঠানিকভাবে শুধু ভারত করা হতে পারে।

সংবাদমাধ্যম টাইমস নাও জানায়, আসন্ন জি-২০ সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতাদের নৈশভোজে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছে আয়োজক দেশটির কর্মকর্তারা। ওই নিমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অব ভারতের’ পক্ষে নৈশভোজের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ ধরনের নিমন্ত্রণপত্রে আগে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’ লেখা হতো।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নথি নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় নথিতে ‘প্রাইম মিনিস্টার অব ভারত’ লেখা আরেকটি নথি সামনে আসে। নাম বদলের এই জল্পনার মধ্যেই নতুন মাত্রা যোগ করে মোদির নতুন পরিচয়ে লেখা এই নথি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে মহাসড়ক ‘ব্লকেড’ 

কুর্দি ভাষাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল সিরিয়া

সার্কুলার মডেল বাস্তবায়নে কে নেতৃত্ব দিবে? রাষ্ট্র, শিল্প নাকি নাগরিক সমাজ

বসিলায় চক্ষু পরীক্ষা ক্যাম্পে গিয়ে যা বললেন ববি হাজ্জাজ

তারেক রহমানের সাথে ভুটানের রাষ্টদূতের সাক্ষাৎ

বিএনপির এক নেতাকে অব্যাহতি

টিকে গেলেন হাসনাত আব্দুল্লাহ

শেষ মুহূর্তে দুর্দান্ত কামব্যাক বাংলাদেশের

পাশাপাশি কবরে চির নিদ্রায় শায়িত স্বামী-স্ত্রী ও সন্তান

বেগম খালেদা জিয়া ছিলেন মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল : ড. মোশাররফ

১০

ট্রাম্পের ভেনেজুয়েলা অভিযান নিয়ে নতুন তথ্য

১১

হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

১২

এখনো ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করছে জামায়াত

১৩

সেই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বললেন আমির হামজা

১৪

ভিসাই মিলল না আইসিসির ভারতীয় প্রতিনিধির, কঠোর পদক্ষেপ বাংলাদেশের!

১৫

রাজধানীতে পৃথক ঘটনায় ৪ নারীর মরদেহ উদ্ধার

১৬

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের

১৭

পার্কের সামনে মিলল ৩ মাসের শিশু, মেলেনি পরিচয়

১৮

সাধারণ মানুষের অনুদানেই দেশের মসজিদ-মাদ্রাসা চলে : রবিন

১৯

তরুণদের সম্পৃক্ত করে পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রত্যয় হাবিবের

২০
X