কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের বন্ধ্যত্বের সাধারণ ৬ লক্ষণ, যা জানা জরুরি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে কোটি কোটি নারী বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন। অনেক সময় দেখা যায়, গর্ভধারণে অসুবিধা হলেও এর প্রাথমিক লক্ষণগুলো আমরা গুরুত্ব দিই না। অথচ অনিয়মিত মাসিক, ব্যথাযুক্ত সহবাস, হরমোনের ভারসাম্যহীনতা কিংবা তলপেটের দীর্ঘস্থায়ী ব্যথার মতো লক্ষণগুলো আগেভাগে শনাক্ত করতে পারলে বন্ধ্যাত্বের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

চিকিৎসা জার্নাল স্ট্যাটপিয়ার্লস-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, নারীদের বন্ধ্যত্বের প্রায় ২৫ শতাংশের পেছনে রয়েছে ডিম্বস্ফোটনজনিত সমস্যা (ovulatory disorder)। তাই মাসিকের নিয়ম, হরমোন পরিবর্তন এবং শারীরিক অস্বস্তির মতো বিষয়গুলোর প্রতি সচেতন দৃষ্টি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, অনেক নারীই মাসিক অনিয়ম, হরমোনের ওঠানামা বা তলপেট ব্যথাকে সাময়িক সমস্যা ভেবে উপেক্ষা করেন। কিন্তু এগুলো অনেক সময় গভীর সমস্যার ইঙ্গিত দেয়। যেমন : পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS), এন্ডোমেট্রিওসিস, থাইরয়েড সমস্যা বা প্রজনন অঙ্গের সংক্রমণ। এসব কারণেই গর্ভধারণে জটিলতা দেখা দিতে পারে।

আগেভাগে এসব লক্ষণ সম্পর্কে জানা ও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া শুধু সন্তান ধারণের সম্ভাবনাই বাড়ায় না, বরং নারীর সামগ্রিক প্রজনন ও হরমোনজনিত সুস্থতাও নিশ্চিত করে।

নারীদের বন্ধ্যত্বের সাধারণ ৬টি লক্ষণ

১. অনিয়মিত বা মাসিক বন্ধ থাকা

নিয়মিত মাসিক চক্র ডিম্বস্ফোটনের (ovulation) জন্য অপরিহার্য। মাসিকের ব্যবধান যদি ২১ দিনের কম বা ৩৫ দিনের বেশি হয়, কিংবা একেবারেই বন্ধ হয়ে যায়; তাহলে এটি ডিম্বস্ফোটনজনিত সমস্যার ইঙ্গিত হতে পারে।

সম্ভাব্য কারণ : পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) বা থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা।

২. সহবাসে ব্যথা অনুভব করা

যদি সহবাসের সময় বা পরে অস্বাভাবিক ব্যথা হয়, তবে এটি প্রজনন অঙ্গের সমস্যার লক্ষণ হতে পারে।

সম্ভাব্য কারণ : এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড বা পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ (PID)। এসব সমস্যা সময়মতো চিকিৎসা না পেলে গর্ভধারণে জটিলতা তৈরি করে।

৩️. হরমোনের ভারসাম্যহীনতা

অকারণে ওজন বাড়া বা কমে যাওয়া, অতিরিক্ত লোম গজানো, ব্রণ, ঘুমের সমস্যা—এসবই হরমোনজনিত ভারসাম্যহীনতার লক্ষণ হতে পারে।

প্রভাব : হরমোনের পরিবর্তন ডিম্বস্ফোটন ও মাসিক চক্রকে ব্যাহত করে, ফলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায়।

৪. তলপেটে দীর্ঘস্থায়ী ব্যথা

নিয়মিত তলপেট বা কোমরে ব্যথা থাকা অনেক সময় এন্ডোমেট্রিওসিস বা ফাইব্রয়েডের লক্ষণ হতে পারে। এসব অবস্থায় জরায়ু বা ফলোপিয়ান টিউব ক্ষতিগ্রস্ত হয়, যা গর্ভধারণে বাধা দেয়।

৫️. অতিরিক্ত ওজন বা ওজন কমাতে সমস্যা

অতিরিক্ত ওজন হরমোনের ভারসাম্য নষ্ট করে। মোটা নারীদের মধ্যে PCOS-এর প্রবণতা বেশি দেখা যায়, যা ডিম্বস্ফোটনে প্রভাব ফেলে। আবার অনেকের ক্ষেত্রেই অতিরিক্ত রোগা শরীরেও হরমোনের অসামঞ্জস্য দেখা দেয়, যা প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়।

৬️. অস্বাভাবিক স্রাব বা বারবার ইনফেকশন

অস্বাভাবিক স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, বা বারবার যোনিপথে সংক্রমণও প্রজনন অঙ্গের জটিলতার ইঙ্গিত দেয়। এসব সংক্রমণ জরায়ু বা ফলোপিয়ান টিউবে প্রদাহ তৈরি করে, যা বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ায়।

আগেভাগে সচেতনতা জরুরি

যে কোনো একটি বা একাধিক লক্ষণ দেখা দিলে দেরি না করে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সময়মতো চিকিৎসা ও জীবনযাপনে পরিবর্তন আনলে বন্ধ্যাত্বের জটিলতা অনেকটাই প্রতিরোধ করা যায়।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজারো বন্দিকে মুক্তি দিলেও এক ফিলিস্তিনিকে ছাড়তে নারাজ ইসরায়েল

যোগ করা সময়ে গোল খেয়ে লিড হারাল বাংলাদেশ

বাংলাদেশকে বড় ‘সুখবর’ দিল যুক্তরাজ্য

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করল জবি প্রশাসন 

অর্থবছর শেষে কমেছে জিডিপি প্রবৃদ্ধি

মধুমতীতে বিলীন ১৪ ব্যারাক, আরও ৩টি অতিঝুঁকিতে

ভাঙার দুই দিনেও মেরামত হয়নি বেড়িবাঁধ, তলিয়েছে ঘরবাড়ি

শহীদ মীর মুগ্ধের জন্মদিনে ভাই স্নিগ্ধের আবেগঘন পোস্ট

ঢাকায় ১০ লাখ শিশুকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা, নিতে পারবে নিবন্ধন ছাড়াও

২৮ বছরের ক্রিকেট ইতিহাস নতুন করে লিখলেন ভারতীয় ওপেনার

১০

হামাস-ইসরায়েলের সংলাপকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

১১

‘আইয়া দেখি মা-বাবাকে মাইরা খাটের ওপর বইসা রইছে’

১২

নওগাঁর সাবেক এমপি ওমর ফারুক কারাগারে

১৩

হামজাদের খেলা দেখতে গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকলেন দর্শক

১৪

শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকালে ৭৫ হাজার কেজি সুতা জব্দ

১৫

মায়ের লাশ আটকে সম্পত্তি ভাগ-বাটোয়ারা, ২০ ঘণ্টা পর দাফন

১৬

ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িতে অগ্নিকাণ্ড

১৭

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশে নতুন করে দমন-পীড়ন : এইচআরডব্লিউ

১৮

রাকসু নির্বাচন / ১৬ দফার ইশতেহার দিল গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ

১৯

ব্যবসায়ীকে গুলি করে হত্যা, তিন দিন পরও হয়নি মামলা

২০
X