

দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের পর ভারতজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) জানিয়েছে, তদন্ত চলায় আগামী তিন দিন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে লাল কেল্লা।
বিস্ফোরণের উদ্দেশ্য ও টার্গেট নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য মেলেনি। তদন্ত চলাকালীন জনসমাগম কমাতে লাল কেল্লা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, দিল্লি বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রের দূতাবাস ভারতে অবস্থানরত নাগরিকদের সতর্ক করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে একাধিক হতাহতের খবর পাওয়া গেছে। ভারত সরকার কয়েকটি রাজ্যে উচ্চ সতর্কতা জারি করেছে।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের লাল কেল্লা ও চাঁদনী চকের আশপাশ এড়িয়ে চলতে এবং ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
অন্যদিকে যুক্তরাজ্য সরকারও ভারতের কিছু অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির পররাষ্ট্র ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে, সম্ভাব্য সংঘাতের আশঙ্কা উল্লেখ করে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সকালে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক ডাকেন। দিল্লি উত্তর জেলার ডিসিপি রাজা বাঁথিয়া জানান, ঘটনাটির তদন্ত ইউএপিএ ও ভারতীয় ন্যায়সংহিতা অনুযায়ী চলছে।
পুলিশ বলছে, বিস্ফোরণের সময় গাড়িটিতে তিনজন ছিলেন। এটি আত্মঘাতী হামলা ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। বিস্ফোরিত গাড়িটি ছিল সাদা হুন্ডাই আই২০, যেটি সন্দেহভাজন আত্মঘাতী বোমারু উমর মোহাম্মদের নামে নিবন্ধিত।
গত সোমবার রাতে লাল কেল্লার কাছে ওই বিস্ফোরণে অন্তত নয়জন নিহত ও ২০ জন আহত হন। তবে এনডিটিভির তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।
সূত্র : বিবিসি, এনডিটিভি
মন্তব্য করুন