

রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল একটি চিতাবাঘ। প্রথমে অনেকে এটি বড় বিড়াল মনে করে পুলিশকে খবর দেয়। তবে পুলিশ এসে দেখতে পায় সেটি কোনো বিড়াল নয় বরং একটি চিতা বাঘ।
বাঘটি একটি বাড়ির বাগানে ঢুকে পড়ে। পুলিশের তিন সদস্য সেখানে গিয়ে বাঘটিকে ধরার চেষ্টা করে। কিন্তু বাঘটি মুহূর্তেই পুলিশ সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় দৌড়ে পুলিশ সদস্য পালানোর চেষ্টা করলে ঘটে বিপত্তি। আর এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
এতে দেখা যায়, পুলিশের তিন সদস্য হাতে লাঠি এবং লোহার রড নিয়ে বাঘটি ধরার জন্য চেষ্টা করছিল। কিন্তু হঠাৎ করেই বাঘটি তাদের তাড়া করে। এ সময় পুলিশের এক সদস্য পা পিছলে মাটিতে পড়ে যায়, তখন বাঘটি তাকে কামড় বসিয়ে একটি গর্তে ঢুকে পড়ে।
এ ঘটনায় পুলিশের অন্য দুই সদস্যও আহত হয়েছে। আর এ লোমহর্ষক ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। এ ঘটনার পর বনবিভাগের কর্মীরা বাঘটি ধরতে চেতনা নাশক ওষুধ নিয়ে ঘটনাস্থলে যায়।
তবে বিষয়টি নিয়ে বেশ মজেছেন নেটিজেনরা। একজন বলেছেন, পুলিশের কাজ বাঘ ধরা নয় বরং আসামি ধরাই তার প্রধান কাজ। আরেকজন লিখেছেন, পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া পুলিশের বাঘ ধরতে যাওয়া মোটেও উচিত হয়নি।
মন্তব্য করুন