ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুঁড়ি জেলায় বন্যার পানিতে ভেসে আসা একটি মর্টার শেল বিস্ফোরণ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গত বুধবার ভোরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে বৃষ্টি শুরু হয়। অতিবৃষ্টিতে সিকিমের উত্তরাঞ্চলে লোনাক হ্রদের পানি অনেক বেড়ে যায়। এর প্রভাব পড়ে তিস্তা নদীর ওপর। এ ছাড়া চানথাং বাঁধের অতিরিক্ত পানি ছেড়ে দিলে তিস্তা নদীর ভাটিতে পানির উচ্চতা ১৫ থেকে ২০ ফুট বেড়ে বন্যা দেখা দেয়।
বন্যায় এরই মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত ভারতীয় সেনা সদস্যও রয়েছে। এ ছাড়া এবারের আকস্মিক বন্যায় সিকিমের ১১টি সেতু ধ্বংস হয়েছে। এদের মধ্যে মাঙ্গান জেলার ৮টি, নামচিতে দুটি এবং গ্যাংটকের একটি। বন্যায় চার জেলার পানির পাইপলাইন, স্যুয়ারেজ লাইন এবং ২৭৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ বলছে, বিস্ফোরিত মর্টার শেলটি ভারতীয় সেনাবাহিনীর। এটি বন্যায় পানির তোড়ে পশ্চিমবঙ্গের জলপাইগুঁড়ি জেলায় ভেসে আসে। এরপর এক ব্যক্তি সেটিকে পেয়ে ভাঙারির দোকানে বিক্রি করতে গেলে এ ঘটনা ঘটে।
মর্টার শেল বিস্ফোরণে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভারতীয় পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা অত্যন্ত গুরুতর। এ জন্য নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে এ ঘটনার পরপর বন্যার পানিতে ভেসে আসা যে কোনা আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্যের ব্যাপারে সতর্ক থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে জলপাইগুঁড়ি পুলিশ।
মন্তব্য করুন