অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পেয়েছেন সাধারণ মানুষ। চালক ছাড়াই ১০০ কিলোমিটার বেগে ছুটেছে একটি ট্রেন। আর এভাবে করেই পাড়ি দিয়েছে প্রায় ৭০ কিলোমিটার পথ। রোববার (২৫ ফেব্রুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনের চালক বেখেয়ালবশত নামার সময় হ্যান্ডব্রেক টানতে ভুলে গেছিলেন। এ সময় এটি পাঠানকোট স্টেশনে দাঁড়িয়ে ছিল। এরপর এটি সহসাই চলতে শুরু করে। আর ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবে।
এনডিটিভি জানিয়েছে, চালকছাড়া ছুটে চলা ট্রেনটি ছিল মালবাহী ট্রেন। এটি পাথর বহন করছিল। এভাবে করে ট্রেনটি ৫টি স্টেশন পাড়ি দিয়েছে। এরপর এটিকে উচিবাসি এলাকায় থামানো হয়েছে। ৫৩টি বগি নিয়ে এ ট্রেনটি পাঞ্জাব থেকে জম্মুতে যাচ্ছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটিকে থামাতে রেলওয়ের কর্মকর্তারা লাইনের ওপর কাঠ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এরপর এটিকে থামানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ট্রেনটি প্রচণ্ড গতিতে এটি স্টেশন অতিক্রম করছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য ত্রুটি শনাক্তের চেষ্টা চালাচ্ছেন রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে ঠিক কী কারণে এটি ঘটেছে তা স্পষ্ট হওয়া যায়নি।
মন্তব্য করুন