রাশিয়ার নারী বাইকার তাতায়ানা ওজোলিনা (৩৮) তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ‘তুর্কি টুডে’র বুধবারের (২৪ জুলাই) প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় সুন্দরী বাইকারের তকমা পাওয়া তাতায়ানা স্যোশাল ইনফ্লুয়েন্সার ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তরা তাকে অন্ধের মতো ভালোবাসেন। তাতায়ানার বাইকের স্ট্যান্ট কোটি মানুষকে মুগ্ধ করে। তিনি ‘মোটোতানয়া’ নামে বেশি পরিচিত। সম্প্রতি তিনি তুরস্কে যান। সেখানে নিজের পছন্দের লাল মোটরসাইকেলটি চালিয়ে গ্রিসের দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়েন।
খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু তারা সেখানে তাতায়ানাকে মৃত অবস্থায় পান। দুর্ঘটনার সময় তাতায়ানার সঙ্গে ছিলেন জনপ্রিয় বাইকার ও ইউটিউবার ওনুর ওবুত। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে তাতায়ানার মৃত্যুতে তার পরিবারের সদস্য ও ভক্তরা শোকাহত। অনেকেই বিষয়টি মেনে নিতে পারছেন না। বিশ্বব্যাপী অনেক ভক্ত ঘটনার সঠিক তদন্ত এবং ট্রাক চালকের শাস্তি দাবি করেছেন।
মন্তব্য করুন