মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় বোমা বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত

নিহত ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত
নিহত ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় বোমা বিস্ফোরণে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় তারা নিহত হন।

রোববার (১৮ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তারা নিহত হয়েছেন। নিহতদের একজন মেজর এবং অপরজন সার্জেন্ট মেজর পদমর্যাদার।

ইসরায়েলি ওই দুই সেনার একজন হলেন মেজর (রিজার্ভিস্ট) ইজহাক পেলেদ এবং অপরজন সার্জেন্ট মেজর (রিজার্ভিস্ট) মোরদেচাই ইসুফ বেন সোয়াম। তাদের মধ্যে ইজহাক লজিস্টিক অফিসার এবং মোরদেচাই ট্রাকচালক ছিলেন। তারা দুজনেই জেরুজালেম ব্রিগেডের ৮১১নং ব্যাটালিয়নের সদস্য।

প্রতিবেদনে বলা হয়েছে, ইজহাক সেনাবাহিনীর একটি বহরের নেতৃত্বে ছিলেন। তিনি বহরটিকে নিয়ে গাজার জেইতুনের দিকে অগ্রসর হচ্ছিলেন। তার বহরে যুদ্ধের সরঞ্জাম ছিল। মোরদেচাই ওই বহরের একজন ট্রাকচালক ছিলেন।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাড়িবহর নিয়ে যাওয়ার সময় গাজার মধ্যাঞ্চলের নেতজারিম করিডরের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তারা নিহত এবং বাকিরা আহত হন।

আইডিএফ জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের এক যোদ্ধা বোমাটি পুঁতে রাখেন। এ সময় তিনি ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলিও ছোড়েন। সফলভাবে বোমা বিস্ফোরণ এবং গুলি ছোড়ার পর তিনি সেখান থেকে নিরাপদে সটকে পড়েন।

সবশেষ এ সেনার নিহতের ঘটনায় গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৩৩৪ জনে পৌঁছেছে। এর আগে ৭ অক্টোবরের হামলায় আরও তিন শতাধিক সেনা নিহত হন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দেশটির এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ শুরু হয়। ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় যুদ্ধ।এরপর থেকে গাজার ওপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ ধর্মীয় স্থাপনাও।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। দেশটির হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে ভেসে গিয়ে বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে

শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতা ও তার ছেলের ইলিশ শিকার

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

১০

এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

১১

চাকরিচ্যুত সেনা সদস্যের প্রতারণা, সেনা অভিযানে গ্রেপ্তার

১২

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে তুরস্ক

১৪

৫ দিনের মাথায় আবারও গুলি করে যুবককে হত্যা

১৫

আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

১৬

এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে, কীভাবে?

১৭

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

১৮

অপহরণ করে ১০ কোটি টাকা আদায়ের মামলায় লিপটন কারাগারে 

১৯

আসামি ছিনতাইয়ের ঘটনায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২১

২০
X