কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

এবার গাজায় পোলিওর হানা

দেইর আল বালাহতে ফিলিস্তিনিদের পানির জন্য দীর্ঘ অপেক্ষা। ছবি : সংগৃহীত
দেইর আল বালাহতে ফিলিস্তিনিদের পানির জন্য দীর্ঘ অপেক্ষা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এখন ধ্বংসপুরী। ইসরায়েলি বাহিনীর হামলায় মানবেতর জীবনযাপন করছেন উপত্যকার বাসিন্দারা। ফলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব নিয়ে সতর্ক করে আসছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে গাজায় দুই দশকের মধ্যে প্রথম পোলিও রোগী শনাক্ত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় কয়েক লাখ শিশুকে টিকা দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন। এমন পরিস্থিতির মধ্যেই উপত্যাকায় পোলিওর হানা শনাক্ত হয়েছে। ফলে ২৫ বছরের মধ্যে গাজায় প্রথম কোনো পোলিও রোগী শনাক্ত হয়েছেন।

ফিলিস্তিনের রামাল্লার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসকরা গাজার ১০ মাস বয়সী এক শিশুর শরীরে পোলিওর উপসর্গ শনাক্ত করেন। জর্ডানের রাজধানী আম্মানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর রোগটি ধরা পড়েছে।

জাতিসংঘ জানিয়েছে, গাজার বর্জ্য পানি থেকে সংগ্রহ করা নমুনায় গত জুনে টাইপ-২ পোলিও ভাইরাস শনাক্ত হয়েছিল। জাতিসংঘ মহাসচিব উপত্যাকার ছয় লাখ ৪০ হাজারের বেশি শিশুকে সাত দিন করে দুই দফার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এরপরই পোলিও সংক্রমণের বিষয়টি প্রকাশ্যে এসেছে।

ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তারা টাইপ-২ পোলিওর সংক্রমণ এড়াতে দুই দফায় সাত দিনের টিকা কর্মসূচি হাতে নিয়েছে। চলতি মাসের শেষের দিকে এ কর্মসূচি বাস্তবায়ন হতে পারে।

সংস্থা দুটির এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি হলে স্বাস্থ্যকেন্দ্রগুলো শিশু ও তাদের পরিবার নিরাপদে পৌঁছাতে পারবে। অন্যদিকে টিকার জন্য কেন্দ্রে না যাওয়াদের জন্য দোরগড়ায় স্বাস্থ্যকর্মীরা পৌঁছে সেবা নিশ্চিত করতে পারবেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দেশটির এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ শুরু হয়। ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় যুদ্ধ।এরপর থেকে গাজার ওপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল,স্কুল, শরণার্থী শিবির , মসজিদসহ ধর্মীয় স্থাপনাও।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। দেশটির হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলে হামলায় বাস্তুচ্যুত হয়েছেন গাজার ৮৫ শতাংশ বাসিন্দা। খাদ্য, বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তারা। এছাড়া ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট দেয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে : শেখ বাবলু

রক্তস্পন্দন প্ল্যাটফর্মে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

চ্যাম্পিয়নস লিগেই ঘা শুকোল রিয়ালের

নির্বাচিত সরকারই রাজনৈতিক স্থিতিশীলতার চাবিকাঠি: রবিউল

ঢাকাস্থ কূটনীতিকদের সঙ্গে বৈঠক / দেশ পরিচালনার কর্মপরিকল্পনা জানাল বিএনপি

আর্কটিক ঠান্ডায় চ্যাম্পিয়ন্স লিগে ধরাশায়ী ম্যানসিটি

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নিয়েছে ভারত

অঝোরে কাঁদলেন রুমিন ফারহানা, যা বললেন

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট

১০

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

১১

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

১২

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

১৩

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

১৪

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

১৫

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

১৬

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

১৭

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

১৮

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

১৯

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

২০
X