কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১২ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

১৮ বছর আগের যুদ্ধের চেয়ে এবার লেবাননে শিশু মরছে দ্বিগুণ

দক্ষিণ লেবানন থেকে পালিয়ে আসা বাসিন্দারা একটি অস্থায়ী আশ্রয় শিবিরের সামনের সড়কে অপেক্ষা করছেন। ছবি : সংগৃহীত
দক্ষিণ লেবানন থেকে পালিয়ে আসা বাসিন্দারা একটি অস্থায়ী আশ্রয় শিবিরের সামনের সড়কে অপেক্ষা করছেন। ছবি : সংগৃহীত

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, লেবাননে গত দুই দিনের ইসরায়েলি হামলায় ৫০ শিশু নিহত হয়েছে, যা গড়ে ২০০৬ সালের যুদ্ধে নিহতের চেয়ে দ্বিগুণেরও বেশি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সংস্থাটি এক এক্স-বার্তায় এ তথ্য জানায়।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ইতিমধ্যেই ২০০৬ সালের যুদ্ধের তুলনায় প্রতিদিন বেশি শিশু নিহত হয়েছে। ১৮ বছর আগের ওই যুদ্ধ ৩৩ দিন ধরে চলেছিল এবং প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়।

ইউনিসেফ বলেছে, এই সপ্তাহে লেবাননে প্রতিদিন নিহত শিশুর গড় সংখ্যা দেশটিতে বিধ্বংসী ২০০৬ সালের সংঘাতের হারের চেয়ে দ্বিগুণেরও বেশি। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ওই যুদ্ধে আনুমানিক ৪০০ শিশু নিহত হয়। প্রতিদিন প্রায় ১২ শিশু মারা গেছে। এবারের হামলায় কেবল দুই দিনে ৫০ শিশু নিহত হয়েছে। হামলা চলমান থাকায় নিহতের সংখ্যা ভয়াবহ হারে বাড়তে পারে। এ ছাড়া আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের বৈরুতসহ পাশের নিরাপদ অঞ্চলের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর এয়ার ফোর্সের প্রধানদের একজনকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হিজবুল্লাহর দাহিয়েহ ঘাঁটিতে কমান্ডার মোহাম্মদ সারুরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি ড্রোন বিভাগের প্রধানদের একজন ছিলেন। ক্রুজ মিসাইল এবং আকাশ প্রতিরক্ষাসহ গোষ্ঠীটির ড্রোন বহরের জন্য মূলত তাকে অভিযুক্ত করে আসছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় দুজন নিহত হয়েছেন। অন্যদিকে শুক্রবার সকালে এক বিবৃতিতে এয়ার ফোর্সের ড্রোন বিভাগের প্রধান নিহতদের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল।

এর আগে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর দ্বিতীয় সর্বোচ্চ নেতা ও অপারেশন কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হন। ২০ সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলের চালানো হামলায় তিনি নিহত হন।

ইসরায়েলি সূত্র বলছে, যুদ্ধবিরতির আহ্বানে সাড়া না দিয়ে লেবাননে আরও হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। পদাতিক বাহিনী সীমান্ত অঞ্চলে জড়ো করা হয়েছে। সেনাপ্রধান হারজি হালেভি সৈন্যদের বলেছেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা তাদের শত্রু অঞ্চলে প্রবেশ করার পথ তৈরি করতে পারে। যে কোনো সময় স্থল অভিযানের জন্য তার সেনাদের প্রস্তুত থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, অন্যজনের দেশের বাইরে’ 

এনসিপির সেই নেত্রীর ফেসবুক স্ট্যাটাস

ম্যাচসেরা হয়েই ‘মানবিক’ সেই উদ্যোগের কথা জানালেন শরিফুল

মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান

সিরিয়া থেকে শতাধিক ছাগল নিয়ে গেল ইসরায়েলি সেনারা

নির্বাচনের প্রার্থী স্বামী-স্ত্রী

চবি ভর্তি পরীক্ষায় তৃতীয়, রাবিতে জালিয়াতি করতে গিয়ে ধরা

মোবাইল চুরিকে কেন্দ্র করে ২ খুন

ভারতে বাংলাদেশি সন্দেহে শ্রমিক হত্যা

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াতের বিবৃতি 

১০

রাঙ্গুনিয়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে বেতাগী মানবিক ফাউন্ডেশন

১১

শবেমেরাজের ঘটনা থেকে গুরুত্বপূর্ণ ১২ শিক্ষা

১২

‘হ্যাঁ’ ভোটে জনগণের আশার প্রতিফলন ঘটবে : অর্থ উপদেষ্টা

১৩

খালেদা জিয়া মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন : নূরুল কবীর

১৪

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

১৫

শান্তিময় অহিংস শরীয়তপুর গড়তে দোয়া চাইলেন নুরুদ্দিন অপু

১৬

চীনা-কানাডিয়ান সম্পর্কে নতুন মোড়, শুল্কে ছাড় ঘোষণা

১৭

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

১৮

শনিবার থেকে শুরু হচ্ছে বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা

১৯

ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের ই-টিকিটিং সেবা চালু

২০
X