কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় এক দিনে গাজা-লেবাননে ২২০ জন নিহত

গাজার জাবালিয়ায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা। ছবি : রয়টার্স
গাজার জাবালিয়ায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা। ছবি : রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে মঙ্গলবার (২৯ অক্টোবর) ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক দিনে ২২০ জন নিহত হয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪৩ জন। এর মধ্যে ১৩২ জনই নিহত হয়েছেন গাজার উত্তরাঞ্চলে। অপরদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার সারা দেশে কমপক্ষে ৭৭ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগ নারী ও শিশু।

এ দিন ইসরায়েলি বিমান হামলার সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে উত্তর গাজার বেইট লাহিয়ায়। সেখানে বাস্তুচ্যুত পরিবারদের আশ্রয় নেওয়ার একটি পাঁচ তলা আবাসিক ভবনে বোমা ফেলা হয়। এতে পুরো ভবনটি ধসে গেছে। ওই ভবনে থাকা শিশুসহ ৯৩ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।

এ ছাড়া মঙ্গলবার ইসরায়েলি বাহিনীও প্রবল বাধার মুখে পড়ে। সম্মুক যুদ্ধে উত্তর গাজায় চারজন ইসরায়েলি সেনা এবং দক্ষিণ লেবাননে একজন নিহত হয়েছে। এতে গত বছরের অক্টোবর থেকে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৭৭৭ জনে পৌঁছেছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দেশটির এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ শুরু হয়। ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় যুদ্ধ। এরপর থেকে গাজার ওপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ ধর্মীয় স্থাপনাও।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। দেশটির হামলার কারণে ধ্বংস্তূপে পরিণত হয়েছে গাজা।

জাতিসংঘের হিসাবমতে, গাজায় ভবনধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এ ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা যায়, তাহলে তা মিশরের ১১টি গ্রেট পিরামিডের সমান হবে। এ ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার কোটি টাকার বেশি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএনসিসির গণশুনানিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হট্টগোল, ধাক্কাধাক্কি

আমরা ফের রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে : নুরুল হক নুর

দেড় যুগ পর দেশে ফিরলেন জিয়া পরিষদ নেতা জলিল খান

জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা

কালবেলার নামে সালাউদ্দিন আহমেদকে নিয়ে ভুয়া কার্ড প্রচার

জহিরের শাস্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

টেস্ট ছাপিয়ে আলোচনায় ফ্র্যাঞ্চাইজি লিগ

গাজাবাসীর সহায়তায় ১২ লাখ টাকা অনুদান দিলেন চসিক মেয়র

নড়াইলে সৌদি প্রবাসী হত্যা, হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম

সাবেক এমপি বাহারের কুমিল্লার বাড়ি-জমি জব্দের আদেশ

১০

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের দুদফা হামলা

১১

রাজনৈতিক অপতথ্য প্রচারের নতুন কৌশল ব্লগস্পটের ফ্রি ডোমেইন

১২

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান : রাষ্ট্রদূত সাইদা শিনিচি

১৩

‘কৃষি ইনইস্টিটিউটের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে কাজ করছে মন্ত্রণালয়’

১৪

স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা হিরো আলমের

১৫

জর্ডানে প্রস্তুতি ম্যাচ খেলবে নারী ফুটবল দল

১৬

ভিসির পদত্যাগের এক দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল

১৭

গ্রিন ভয়েসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি

১৮

বর্ষসেরার খেতাব পেল গাজার ‘বিষণ্ন’ বালকের ছবি

১৯

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ব্যাট-বলের লড়াই চায় বিসিবি

২০
X