সৌদিতে গত কয়েক বছর ধরে বিবাহ বিচ্ছেদ বেড়েছে। এর মধ্যে ২০২২ সালে কেবল সাড়ে তিন লাখ বিবাহ বিচ্ছেদ হয়েছে। দেশটির সাধারণ পরিসংখ্যন ব্যুরো এ তথ্য জানিয়েছে। খবর গলফ নিউজের।
দেশটিতে বিচ্ছেদে সবচেয়ে এগিয়ে রয়েছে মধ্যবয়সীরা। ৩০ থেকে ৩৪ বছর বয়সের মধ্যে নারীদের সবচেয়ে বেশি বিচ্ছেদ হয়েছে। এ বয়সীদের বিচ্ছেদ হয়েছে ৫৪ হাজার। এরপরেই রয়েছে ৩৫ থেকে ৩৯ বছরের নারীরা। তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে ৫৩ হাজার। ২ লাখ ৩৪ হাজার ৬৯ দম্পতির ওপর এ জরিপ চালানো হয়।
পরিসংখ্যন বিভাগ জানিয়েছে, এ জরিপটি বেশ কয়েকটি তথ্যের ওপর নির্ভর করে প্রকাশ করা হয়েছে। এরমধ্যে রেজিস্ট্রি তথ্য ও জনশুমারির তথ্য রয়েছে।
জরিপে নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলায় সম্পৃক্ততার বিষয়ও উঠে এসেছে। যেখানে দেখা গেছে দেশটির ১৫ থেকে ১৯ বছরের নারীদের মধ্যে ৯ লাখ ১৬ হাজার ৪৩৯ নারী এসব কাজে সম্পৃক্ত রয়েছেন।
অন্যদিকে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে সম্পৃক্ত রয়েছে ৮ লাখ ৫০ হাজার ৭৮০ জন।
মন্তব্য করুন