কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

মাইনাস ৩ ডিগ্রিতে নেমেছে কুয়েতের তাপমাত্রা

কুয়েতের একটি এলাকা ও তাপমাত্রার পরিমাপক। ছবি : সংগৃহীত
কুয়েতের একটি এলাকা ও তাপমাত্রার পরিমাপক। ছবি : সংগৃহীত

সৌদি আরবের মতো অভূতপূর্ব শৈত্যপ্রবাহের মুখোমুখি হয়েছে কুয়েত। দেশটির মরুভূমি এলাকাতেও তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রিতে নেমেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়েত টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েতের আবহাওয়া বিভাগের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশকিছু অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। এসব এলাকায় তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রিতে নামতে পারে। ফলে তুষারপাত ঘটতে পারে। রাত তিনটা থেকে সকাল ৮টা পর্যন্ত সময়ে বিশেষত মরু অঞ্চলে এ তাপমাত্রা দেখা যেতে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার ভোরের দিকে তুষারপাতের খবর পাওয়া গেছে। এ সময়ে সালমিতে সর্বনিম্ন মাইনাস তিন ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের প্রথম শূন্যের নিচের তাপমাত্রা।

প্রতিবেদনে বলা হয়েছে, আবদালির কাছে মিত্রিবা এলাকায় সোমবার সকালে তাপমাত্রা ছিল শূন্য সেলসিয়াস। একই সময়ে আবদালির তাপমাত্রা ছিল ২ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণে মানগেশেও একই তাপমাত্রা ছিল।

আবহাওয়া অফিস জানিয়েছে, আহমেদি এবং ওয়ারবা দ্বীপে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় চার থেকে সাত ডিগ্রির মধ্যে রেকর্ড করা হয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ১৩ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হয়েছে। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে।

এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রোববার সৌদি আরবের উত্তরাঞ্চলে অস্বাভাবিক শৈত্যপ্রবাহের দেখা মিলেছে। এছাড়া বিভিন্ন এলাকায় অভূতপূর্ব সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আল জাউফ প্রদেশের তাবারজালে চলতি বছরে প্রথমবারের মতো পানি বরফে পরিণত হয়েছে, যা অঞ্চলের অন্যতম বিরল ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, বোতল থেকে পানি ফেলার সঙ্গে সঙ্গে তা বরফে পরিণত হচ্ছে। এছাড়া উত্তর সীমান্ত প্রদেশ তুরাইফে সর্বনিম্ন মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সৌদি আরবের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সাইবেরিয়ান অঞ্চলের শীতল এই অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া মঙ্গলবার পর্যন্ত তাবুক, আল জাউফ, হাইল এবং উত্তর সীমান্ত প্রদেশসহ উত্তরাঞ্চলে তাপমাত্রা শূন্য থেকে মাইনাস তিন ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা : ভারতের সেনাপ্রধান

ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে চীন

রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

‘শেষ ৪ মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি’

বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা

যে কারণে স্বতন্ত্র নির্বাচন করছেন, জানালেন তাসনিম জারা

মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি : ‘এক ইঞ্চিও পিছু হটব না’

কলকাতার হয়ে খেলা পেসারকেও ভিসা দিচ্ছে না ভারত

১০

প্রার্থী-সমর্থকদের প্রতি যে আহ্বান জানাল জমিয়ত

১১

‘হাঙর’ নিয়ে আসছেন নেপালি তারকা প্রমোদ আগ্রহারী

১২

শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে এনসিপি নেতা

১৩

দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

১৪

জকসুর প্রথম সভা অনুষ্ঠিত

১৫

পৌষ সংক্রান্তিতে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

১৬

ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

১৭

নতুন প্রধান কোচ নিয়োগ দিল ম্যানইউ

১৮

খেজু‌রের রস খেতে গিয়ে শিয়ালের কামড়, আহত ৪

১৯

শান্তি, ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রবিনের

২০
X