কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

মাইনাস ৩ ডিগ্রিতে নেমেছে কুয়েতের তাপমাত্রা

কুয়েতের একটি এলাকা ও তাপমাত্রার পরিমাপক। ছবি : সংগৃহীত
কুয়েতের একটি এলাকা ও তাপমাত্রার পরিমাপক। ছবি : সংগৃহীত

সৌদি আরবের মতো অভূতপূর্ব শৈত্যপ্রবাহের মুখোমুখি হয়েছে কুয়েত। দেশটির মরুভূমি এলাকাতেও তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রিতে নেমেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়েত টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েতের আবহাওয়া বিভাগের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশকিছু অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। এসব এলাকায় তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রিতে নামতে পারে। ফলে তুষারপাত ঘটতে পারে। রাত তিনটা থেকে সকাল ৮টা পর্যন্ত সময়ে বিশেষত মরু অঞ্চলে এ তাপমাত্রা দেখা যেতে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার ভোরের দিকে তুষারপাতের খবর পাওয়া গেছে। এ সময়ে সালমিতে সর্বনিম্ন মাইনাস তিন ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের প্রথম শূন্যের নিচের তাপমাত্রা।

প্রতিবেদনে বলা হয়েছে, আবদালির কাছে মিত্রিবা এলাকায় সোমবার সকালে তাপমাত্রা ছিল শূন্য সেলসিয়াস। একই সময়ে আবদালির তাপমাত্রা ছিল ২ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণে মানগেশেও একই তাপমাত্রা ছিল।

আবহাওয়া অফিস জানিয়েছে, আহমেদি এবং ওয়ারবা দ্বীপে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় চার থেকে সাত ডিগ্রির মধ্যে রেকর্ড করা হয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ১৩ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হয়েছে। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে।

এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রোববার সৌদি আরবের উত্তরাঞ্চলে অস্বাভাবিক শৈত্যপ্রবাহের দেখা মিলেছে। এছাড়া বিভিন্ন এলাকায় অভূতপূর্ব সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আল জাউফ প্রদেশের তাবারজালে চলতি বছরে প্রথমবারের মতো পানি বরফে পরিণত হয়েছে, যা অঞ্চলের অন্যতম বিরল ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, বোতল থেকে পানি ফেলার সঙ্গে সঙ্গে তা বরফে পরিণত হচ্ছে। এছাড়া উত্তর সীমান্ত প্রদেশ তুরাইফে সর্বনিম্ন মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সৌদি আরবের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সাইবেরিয়ান অঞ্চলের শীতল এই অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া মঙ্গলবার পর্যন্ত তাবুক, আল জাউফ, হাইল এবং উত্তর সীমান্ত প্রদেশসহ উত্তরাঞ্চলে তাপমাত্রা শূন্য থেকে মাইনাস তিন ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর দ্বিশততম জন্মবার্ষিকীতে মোড়ক উন্মোচন

চট্টগ্রামে বিভাগীয় ইমাম সম্মেলন / জুলাই সনদে ’৭১ মুছে দেওয়ার অভিযোগ সঠিক নয় : আলী রীয়াজ

বায়রার নির্বাচন স্থগিত ঘোষণা

চবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি, ভিন্ন পথে কার্যালয়ে গেলেন উপ-উপাচার্য

মানুষ নয়, গ্যালারিতে বসে খেলা দেখছে বানর

মিনিস্টার ‘নির্বাচনী উৎসবে’ টিভি-ফ্রিজে ৫৩ শতাংশ পর্যন্ত ছাড়

নাজমুলকে অব্যাহতি, বিসিবির অর্থ কমিটির দায়িত্ব পেলেন যিনি

মার্কিন অভিবাসী ভিসা স্থগিত, যে কৌশল নিচ্ছে সরকার

ওরসের দোহাই দিয়ে ৫ দিন স্কুল বন্ধ রাখে প্রধান শিক্ষক

লন্ডনের হোটেলে মারা যাওয়া ইরানি প্রিন্সেস পাহলভির করুণ জীবন কাহিনি

১০

বিপিএল নিয়ে বিসিবির কড়া হুঁশিয়ারি

১১

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

১২

প্রার্থিতা ফিরে পেলেন গণঅধিকার পরিষদের আবুল কালাম 

১৩

ভারত যেন ‘অসহায়’, বড় ব্যবধানে হারল বাংলাদেশের কাছে

১৪

জানা গেল পবিত্র রোজা শুরুর সম্ভাব্য তারিখ

১৫

জাতীয় সংগীত আমাদের স্বাধীনতার স্পন্দন : নুরুদ্দিন অপু

১৬

ইসলামী আন্দোলন নিয়ে যে বার্তা দিলেন রাশেদ প্রধান

১৭

ক্ষমতায় এলে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ জানালেন রেজা পাহলভি

১৮

ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণার আশা মামুনুল হকের

১৯

নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

২০
X