অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গিয়েছে সৌদি আরব। দেশটি গত এক সপ্তাহে ১৫ হাজারের বেশি অভিবাসী আটক করেছে। শনিবার (১৯ আগস্ট) আবর নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রেসিডেন্সি, কাজ ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৫ হাজার ২৪৫ ব্যক্তিকে আটক করা হয়েছে। গত ১০ থেকে ১৬ আগস্টের মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রেসিডেন্সি লঙ্ঘন করার অভিযোগে ৮ হাজার ৫৩৯ ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অভিযোগে ৪ হাজার ২৫৩ জন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৪৫৩ জনকে আটক করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে ৮২৯ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫৩ শতাংশ ইয়েমেনের নাগরিক, ৪৪ শতাংশ ইথিওপিয়া ও তিন শতাংশ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। এ ছাড়া ৬০ জনকে অন্য দেশে প্রবেশের চেষ্টাকালে এবং তিনজনকে আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে অবৈধ অনুপ্রবেশকারীদের সহায়তা বা যাতায়াত সুবিধা এবং আশ্রয়ে সম্পৃক্ত থাকার অভিযোগে কারোর সম্পৃক্ততা পাওয়া গেলে তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। একই সাথে তার ১০ লাখ রিয়াল জরিমানা ও স্থারব, অস্থাবর সম্পত্তি বাতিল করা হতে পারে।
মন্তব্য করুন