কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কর্মচারীর জানাজা বহন করে প্রশংসায় ভাসছেন বিলিয়নিয়ার মালিক!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একজন সত্যিকারের নেতাকে শুধু তার নেতৃত্ব বা ব্যবসায়িক সাফল্য দ্বারা সংজ্ঞায়িত করা হয় না। বরং তারা কীভাবে দুঃসময়ে তাদের কর্মীদের পাশে দাঁড়ান এটা দিয়েও তাদের সংজ্ঞায়িত করা হয়। এমনই এক দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন সংযুক্ত আরব আমিরাতের বিলিয়নিয়ার ব্যবসায়ী! নিজ প্রতিষ্ঠানের কর্মচারীর জানাজা পড়ানোর পর কফিন বহন করে দাফনকাজে অংশ নেন তিনি।

আমিরাতভিত্তিক লুলু গ্রুপের চেয়ারম্যান এম এ ইউসুফ আলী। সম্প্রতি শিহাবুদ্দিন নামে তার একজন কর্মী মারা যান। যিনি আবুধাবির আল ওয়াহদা মলে লুলু হাইপারমার্কেটে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন। শিহাবুদ্দিন একজন ভারতীয় নাগরিক এবং প্রবাসী হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন।

মঙ্গলবারভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শিহবুদ্দিনের জানাযার নামাজ পড়ানো থেকে শুরু করে কফিন বহনসহ সব কাজেই অংশ নেন এম এ ইউসুফ আলী। বিলিয়নিয়ার ব্যবসায়ীর এই আচরণের প্রশংসা করেছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে ইউসুফ আলীর এই ভিডিও। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন- ‘একজন বস কেমন হওয়া উচিত তার প্রধান উদাহরণ এম এ ইউসুফ আলী।’

আরেকজন লিখেছেন, ‘আপনি একজন মহান মানুষ। যদি আপনার মতো একজন বস পেতাম।’

২০১৯ সালের ফোর্বস ম্যাগাজিনের বিলিয়নিয়ার তালিকায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত পাঁচজন ভারতীয় ব্যবসায়ীর নাম উঠে এসেছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন মধ্যপ্রাচ্যের ‘রিটেইল কিং’ খ্যাত এম এ ইউসুফ আলী। ওই সময় ফোর্বস ম্যাগাজিনের তালিকায় তিনি বিশ্বের ৩৯৪তম ধনী এবং মধ্যপ্রাচ্যে শীর্ষ ভারতীয় ধনী হিসেবে খ্যাতি লাভ করেন। তখন তার সম্পদের পরিমাণ ছিল ৪.৭ বিলিয়ন ডলারের বেশি।

পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ইউসুফ আলী ভারতের কেরালার থ্রিশার জেলার নাটিকায় জন্মগ্রহণ করেন। তিনি লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও এমডি। এই প্রতিষ্ঠানের অধীনে রয়েছে বিশ্বজুড়ে বিস্তৃত চেইনশপ লুলু হাইপার মার্কেট এবং লুলু ইন্টারন্যাশনাল শপিং মল।

এক সাক্ষাৎকারে এম এ ইউসুফ আলী বলেছিলেন, তার ব্যবসা জীবনের অনুপ্রেরণা মহানবী হজরত মুহাম্মদ (সা.), যিনি প্রথম জীবনে ছিলেন একজন ব্যবসায়ী। তিনিই শিখিয়েছেন কীভাবে ব্যবসা করতে হয়। এম এ ইউসুফ আলী আরও বলেন, কোনো প্রতারণা নয়। তিনি সবার কাছে আস্থাভাজন থাকতে চান এবং নিজের কর্মে সৎ থাকতে চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

খাবার টেবিলের গল্প

ইনসাফভিত্তিক শোষণমুক্ত রাষ্ট্র গঠনে জুলাই সনদ ইতিহাস হয়ে থাকবে : লায়ন ফারুক

বাল্ক সেলস বিভাগে নিয়োগ দিচ্ছে মোল্লা সল্ট

২৭ পরীক্ষার্থীর ২২ জন ফেল

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চায় টাইগাররা

হাত-পা ঝিনঝিন বা তালু চুলকানো কীসের ইঙ্গিত?

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি রোববার

পাকিস্তানির হামলায় নিহত ৩ ক্রিকেটারের নাম প্রকাশ করল আফগান ক্রিকেট বোর্ড

১০

ভাইয়ের বিয়েতে যেতে না পেরে নারীর কাণ্ড

১১

আব্রাহাম চুক্তিতে সৌদি আরবকে যুক্ত করতে চান ট্রাম্প

১২

শিশুর চোখের সমস্যার এসব লক্ষণ খেয়াল রাখুন

১৩

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহতের ঘটনায় যা বললেন রশিদ খান

১৪

জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১৫

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৬

শীত আসছে, ঠোঁটের যত্ন নিন এ সহজ ৫ উপায়ে

১৭

ফ্রান্সে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

টমাহক ক্ষেপণাস্ত্র / ট্রাম্পের সঙ্গে কী কথা হলো, জানালেন জেলেনস্কি

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X