কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্ক আজ বিশ্ব রাজনীতিতে ‘পাকা খেলোয়াড়’ : এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

বিশ্ব রাজনীতিতে তুরস্ক শুধু একটি নীরব পর্যবেক্ষক দেশ নয়, বরং একটি ‘পাকা খেলোয়াড়’ হিসেবে পরিগণিত হয়েছে বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তিনি এ মন্তব্যটি ইস্তানবুলে আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে বলেন, যা সম্প্রতি রমজানের শুরুতে অনুষ্ঠিত হয়।

তুর্কি সংবাদপত্র হুরিয়েত ডেইলি নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট এরদোয়ান তার বক্তব্যে তুরস্কের অবস্থানকে নতুনভাবে তুলে ধরেন এবং বিশ্ব রাজনীতিতে দেশটির প্রভাবের কথা উল্লেখ করেন।

এরদোয়ান বলেন, আজকের তুরস্ক একটি শক্তিশালী, কার্যকরী দেশ, যা প্রতিটি ক্ষেত্রে দীর্ঘপ্রসারী প্রভাব রাখছে। আমরা এখন শুধু নিজেদের জনগণের জন্য নয়, বরং পৃথিবীর নিপীড়িত ও বঞ্চিত মানুষের জন্যও একটি আশার প্রতীক হয়ে উঠেছি।

তুর্কি প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন কারাবন্দি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) নেতা আবদুল্লাহ ওজালান তার দলের সদস্যদের অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছেন। এই আহ্বান পিকেকে এবং তুরস্ক সরকারের মধ্যে এক নতুন রাজনৈতিক পরিস্থিতির সূচনা করতে পারে বলে আশা করা হচ্ছে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা সবসময় শান্তি ও সংলাপকে অগ্রাধিকার দেই, তবে যদি আমাদের প্রসারিত হাত প্রত্যাখ্যান করা হয়, তাহলে আমাদের লৌহমুষ্ঠি সবসময় প্রস্তুত থাকবে।

তিনি তুরস্কের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, তুরস্কের বিরুদ্ধে যে কুটিল ও গোপন ষড়যন্ত্র চলছে, তা আমরা ব্যর্থ করে দিচ্ছি। আমরা পুরোপুরি সন্ত্রাসমুক্ত একটি তুরস্ক গড়তে কাজ করছি।

পিকেকের অস্ত্রবিরতি ঘোষণা

এরদোয়ানের বক্তব্যের পরপরই পিকেকে আনুষ্ঠানিকভাবে অস্ত্রবিরতির ঘোষণা দেয়।

তাদের এক বিবৃতিতে বলা হয়, আমাদের নেতা আবদুল্লাহ ওজালানের শান্তি ও গণতন্ত্রের আহ্বান বাস্তবায়নের পথ তৈরি করতে আমরা আজ থেকে অস্ত্রবিরতি ঘোষণা করছি। এই ঘোষণার মাধ্যমে পিকেকে তুরস্ক সরকারের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে প্রস্তুতির কথা জানিয়েছে।

এদিকে, গত ২৭ ফেব্রুয়ারি, তুরস্কের সংসদে কুর্দি সমর্থিত দল ডিইএম পার্টি ওজালানের ঐতিহাসিক বার্তা প্রচার করে, যেখানে তিনি তার সংগঠনকে অস্ত্র ত্যাগের আহ্বান জানান। এই ঘোষণাটি তুরস্কের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পরিস্থিতি তুরস্কের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, বিশেষ করে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারের শান্তি আলোচনা প্রসঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচার রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া’

বিএনপির ১ প্রার্থীর প্রার্থিতা স্থগিত

জোট ছাড়ার কারণ জানাল ইসলামী আন্দোলন

আগুন পোহাতে গিয়ে দগ্ধ গৃহবধূর মৃত্যু

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ফ্রান্সের

খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা চলছে

ইরান ইস্যুতে সামরিক নয়, কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র

যে কারণে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের

যাত্রীবাহী গাড়ি থেকে উদ্ধার ২১ মণ জাটকা গেল এতিমখানায়

প্রেমের টানে আসা কিশোরীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’

১০

গাজা পরিচালনায় নতুন নির্দলীয় টেকনোক্র্যাট সরকার

১১

২৬৮ আসনে একক প্রার্থী দেবে ইসলামী আন্দোলন

১২

‘বাঁশের লাঠি’ ব্যবহারের পরামর্শ দিয়ে বিপাকে জামায়াত প্রার্থী

১৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৪

জোটে যাচ্ছে না, নতুন সিদ্ধান্ত জানাল ইসলামী আন্দোলন

১৫

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

১৬

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন শুরু

১৭

রাজধানীর জিগাতলায় আবাসিক ভবনে আগুন

১৮

উত্তরায় অগ্নিকাণ্ডের ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ ও শোক

১৯

মুখে টেপ ও হাতবাঁধা শিশুর লাশ উদ্ধার

২০
X