কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজা উপত্যকা চিরকাল ফিলিস্তিনিদের থাকবে : এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা মার্কিন প্রস্তাবের সমালোচনা পুনরায় ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, গাজা উপত্যকা সৃষ্টিকর্তার রহমতে চিরকাল ফিলিস্তিনিদের থাকবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে পাকিস্তানের ইসলামাবাদে এক ব্যবসায়িক ফোরামে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। খবর ডেইলি সাবাহ।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গাজা উপত্যকায় আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় চিরকাল থাকবে। তিনি আরও বলেন, গত ১৯ জানুয়ারি গাজা থেকে আমরা একটি সুসংবাদ পেয়েছি, ফিলিস্তিনি ভূখণ্ডে ১৫ মাসের ইসরায়েলি গণহত্যার পর একটি অস্থায়ী যুদ্ধবিরতি।

এরদোয়ান আরও বলেন, দুর্ভাগ্যবশত ইসরায়েল তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতি এখন অচল হয়ে পড়েছে। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি যে, ইসরায়েল আবারও এই অঞ্চলে রক্তপাত সৃষ্টি করার চেষ্টা করছে।

তুরস্কের প্রেসিডেন্ট তার বক্তব্যে আরও বলেন, আমি আশা করি একটি মানবিক জোট, বিশেষ করে আরব ও মুসলিম বিশ্ব এই সংকটময় সময়ে ফিলিস্তিনিদের পরিত্যাগ করবে না। তিনি ফিলিস্তিনের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের শুরু থেকেই তুরস্ক ইসরায়েলের নৃশংস হামলার তীব্র সমালোচনা করে আসছে। এছাড়াও ইসরায়েলকে সমর্থনকারী পশ্চিমা মিত্রদেরও তিরস্কার করে আসছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে তুরস্ক আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার বিচার দাবি করেছে।

বিশেষ করে ২০২৪ সালের মে মাসে, গাজা যুদ্ধের প্রতিবাদে তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এবং দক্ষিণ আফ্রিকার উদ্যোগে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের গণহত্যার বিচার শুরুর জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে।

এর আগে গত সপ্তাহে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা ‘দখলের’ ঘোষণা দিয়ে বিশ্বকে হতবাক করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর প্রস্তাব দেন।

এই প্রস্তাবের বিরুদ্ধে বিশেষভাবে মিশর, জর্ডান ও সৌদি আরব কঠোর প্রতিক্রিয়া জানায় এবং তারা বলেন, ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ড গাজা উপত্যকায় রেখে তা পুনর্গঠন করা উচিত।

এখন, আন্তর্জাতিক মহলে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে তীব্র বিতর্ক চলছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজাকে ফিলিস্তিনিদের অধিকার এবং সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে চিহ্নিত করে, ফিলিস্তিনিদের মাতৃভূমি চিরকাল তাদের থাকবে বলে দৃঢ়ভাবে ঘোষণা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X