কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১১:০১ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইহুদি প্রবেশ বাড়ছেই, আল-আকসা নিয়ে বড় কিছু ঘটতে চলেছে?

২০০৩ সালে যেখানে দিনে সর্বোচ্চ ২৫৮ জন ইহুদি প্রবেশ করতেন, এখন সেখানে এক দিনে হাজারো ইহুদি প্রবেশ করছে। ছবি : সংগৃহীত
২০০৩ সালে যেখানে দিনে সর্বোচ্চ ২৫৮ জন ইহুদি প্রবেশ করতেন, এখন সেখানে এক দিনে হাজারো ইহুদি প্রবেশ করছে। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর ধর্মীয় স্থাপনা আল-আকসা মসজিদকে ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এক হাজারেরও বেশি ইহুদি পুণ্যার্থীকে নজিরবিহীনভাবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়েছে।

এর মাধ্যমে একসঙ্গে সর্বোচ্চ ১৮০ জন ইহুদিকে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে, যা পূর্বের নীতির তুলনায় বড় রকমের পরিবর্তন। এর আগে ইসরায়েল একসঙ্গে ৩০ জনের বেশি ইহুদিকে প্রবেশ করতে দিত না।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই পদক্ষেপ শুধু স্থিতাবস্থা ভাঙাই নয়, বরং দীর্ঘমেয়াদি এক পরিকল্পনার আভাসও দিতে পারে।

ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারায় ইহুদি পুণ্যার্থীদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করানো হয়। ইহুদিরা এ স্থানকে ‘টেম্পল মাউন্ট’ নামে চেনে। ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান হিসেবে স্বীকৃত এই মসজিদ ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে রয়েছে, যদিও আন্তর্জাতিকভাবে এটি একটি দখলকৃত অঞ্চল হিসেবে স্বীকৃত।

আল-আকসা মসজিদের তত্ত্বাবধায়ক সংস্থা ইসলামিক ওয়াক্‌ফ জানায়, শুধু বুধবারই ১,২০০ ইসরায়েলি ইহুদি মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। ‘পাসওভার’ উপলক্ষে গত সপ্তাহ থেকেই এই প্রবেশের সংখ্যা ক্রমাগত বেড়েছে। ওয়াক্‌ফের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে ৪ হাজারেরও বেশি ইহুদি ধর্মীয় রীতিনীতি লঙ্ঘন করে এই পবিত্র স্থানে প্রবেশ করেছেন।

ইসরায়েলি পুলিশের ভাষ্য, তারা পূর্বনির্ধারিত নিয়ম মেনেই নিরাপত্তা নিশ্চিত করে টেম্পল মাউন্টে দর্শনার্থীদের প্রবেশে সহায়তা করেছে। তবে বাস্তবে দেখা যাচ্ছে, মুসলিমদের প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে, আর ইহুদি পুণ্যার্থীরা উল্লাস করছে জেরুজালেমের ওল্ড সিটির লায়ন্স গেট এলাকায়।

ইসলামিক ওয়াক্‌ফের আন্তর্জাতিকবিষয়ক পরিচালক আউনি বাজবাজ এই ঘটনাকে ‘নজিরবিহীন ও ভীতিকর’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ২০০৩ সালে যেখানে দিনে সর্বোচ্চ ২৫৮ জন ইহুদি প্রবেশ করতেন, এখন সেখানে এক দিনে হাজারো ইহুদি প্রবেশ করছে। এমন পরিস্থিতি আগে কখনও দেখা যায়নি।

উগ্র ইহুদি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই আল-আকসা চত্বরে মন্দির নির্মাণের দাবি জানিয়ে আসছে। এমনকি কেউ কেউ বলছে, মন্দির নির্মাণ করতে গেলে আল-আকসা মসজিদ ধ্বংস করতে হবে। টেম্পল মাউন্ট নামক একটি উগ্রপন্থী ইহুদি সংগঠন জানিয়েছে, পাসওভারের প্রথম তিন দিনে প্রায় তিন হাজার পুণ্যার্থী মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে।

ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বহুবার প্রকাশ্যে দাবি করেছেন, ইহুদি পূণ্যার্থীদের মসজিদ চত্বরে প্রার্থনার অনুমতি দেওয়া হোক। তিনি নিজেও একাধিকবার আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন।

অন্যদিকে ইসলামী নেতারা সতর্ক করছেন, পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে, তাহলে আল-আকসার ভাগাভাগি একসময় বাস্তবে রূপ নিতে পারে—যেমনটা হয়েছে হেবরনের ইব্রাহিমি মসজিদের ক্ষেত্রে, যেখানে একাংশ মসজিদ ও অন্য অংশ সিনাগগে পরিণত হয়েছে।

আউনি বাজবাজ বলেন, এখন যা ঘটছে, তা কেবল ধর্মীয় উদ্দেশ্য নয়, বরং উসকানিমূলক। এটি এক ধরনের বর্ণবাদ, যা বাস্তবতা হয়ে উঠছে। গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রবণতা আরও তীব্র হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই পদক্ষেপ নিছক ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন নয়—বরং এটি ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বড় কৌশলের অংশ হতে পারে।

সূত্র : মিডল ইস্ট আই

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত  

আদানি গ্রুপের কর ফাঁকির অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিজেআইএমের সিম্পোজিয়াম

যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি

হিন্দু-মুসলিম আমরা এক বৃন্তে দুটি ফুল : মির্জা ফখরুল

বিবাহিতদের এএসপি পদে নিয়োগ না করার প্রস্তাব

এনবিআর চেয়ারম্যানের কক্ষ ঘেরাও কাস্টমস-ট্যাক্সের কয়েকশ কর্মকর্তার

উত্তরায় অপহরণের ঘটনায় প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২

ছেলেকে হত্যা করে থানায় বাবার আত্মসমর্পণ

পাকিস্তানের পারমাণু অস্ত্র কোথায় মজুত আছে?

১০

অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

১১

টেস্টে ফেল করেও পরীক্ষার টেবিলে বসবে সেই ৫০ শিক্ষার্থী!

১২

১৭ বছর পর বাংলাদেশের ম্যাচ দিয়ে ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

১৩

কুমিল্লায় দুই মামলায় আসামিপক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ

১৪

বিদ্যুৎ সংকটের অবসান, পুরোদমে চলছে ডিইপিজেডে উৎপাদন

১৫

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

১৬

বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা 

১৭

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা 

১৮

তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন 

১৯

হলুদ ছেড়ে লাল জার্সির খবরে প্রশ্নের মুখে ব্রাজিল!

২০
X