কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি থেকে ফিরে গেল দুই সুপারট্যাঙ্কার

ইরানের পতাকা ও সমুদ্রে একটি ট্যাঙ্কার। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা ও সমুদ্রে একটি ট্যাঙ্কার। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। দেশটির পার্লামেন্টে এ-সংক্রান্ত এটি প্রস্তাব পাস হয়েছে। এমন পরিস্থিতিতে প্রণালি থেকে ফিরে গেছে দুই সুপারট্যাঙ্কার।

সোমবার (২৩ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্লুমবার্গ জানিয়েছে, ইরানে মার্কিন বিমান হামলার ফলে মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। ফলে হরমুজ প্রণালি থেকে কসউইজডম লেক এবং সাউথ লয়্যালটি নামে দুটি সুপারট্যাঙ্কার ফিরে গেছে। এই দুটি ট্যাঙ্কারের প্রতিটি প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে সক্ষম।

প্রতিবেদনে বলা হয়েছে, এই দুটি খালি ফ্রেইটার রোববার প্রণালিতে প্রবেশ করেছিল এবং তারপর হঠাৎ করে দিক পরিবর্তন করে। ট্র্যাকিং ডেটার উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, এই ট্যাঙ্কারগুলোর দিক পরিবর্তন তেল পরিবহনে পুনঃরুট নির্ধারণের প্রথম লক্ষণ। জাহাজ মালিক এবং ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে তেলের চলাচল এবং প্রবাহের ওপর প্রভাব পড়ার লক্ষণগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণকালে এমন ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে, বিশ্বের মোট তেল খরচের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে প্রবাহিত হয়। সংস্থাটি এই প্রণালিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চেকপয়েন্ট হিসেবে বর্ণনা করেছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটি এখন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। এই কাউন্সিলের সিদ্ধান্ত পাওয়ার পরই প্রণালিটি বন্ধের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

পার্লামেন্টের সদস্য এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার এসমাইল কোসারি জানিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ করা বর্তমানে ইরানের কৌশলগত বিবেচনায় রয়েছে এবং ‘প্রয়োজন মনে হলে তা করা হবেই।’

উল্লেখ্য, হরমুজ প্রণালিটি আরব উপসাগর এবং আরব সাগরের সংযোগকারী একটি সংকীর্ণ সামুদ্রিক পথ, যা বিশ্বে তেল ও গ্যাস পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস (LNG) এ পথ দিয়ে মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, ইউরোপ এবং অন্যান্য অঞ্চলে রপ্তানি হয়।

এই প্রণালিতে যদি কোনো ধরনের বাধা সৃষ্টি হয়, তাহলে তা বিশ্বব্যাপী জ্বালানি বাজারে বিশাল ধাক্কা সৃষ্টি করবে। এতে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়া, সরবরাহ ব্যাহত হওয়া এবং মধ্যপ্রাচ্যে আরও বড় পরিসরে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ইরান অতীতেও হরমুজ প্রণালি বন্ধ করার হুমকি দিয়েছে, বিশেষত যখন দেশটি যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞার মুখে পড়েছে। তবে ইতিহাসে কখনোই তারা বাস্তবিক অর্থে প্রণালিটি বন্ধ করেনি। এটি এমন একটি পদক্ষেপ, যা আন্তর্জাতিকভাবে ‘চরম উত্তেজনাকর পদক্ষেপ’ হিসেবে দেখা হবে এবং যার পরিণতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল টেকনাফ

কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ১৩ ডিগ্রিতে

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কৃষকের ছদ্মবেশে দুই ডাকাতকে ধরল পুলিশ

সিএলএম বিভাগে চাকরি দিচ্ছে বিকাশ

ঢাকায় তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতি

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮০৭

আজ থেকে লাগাতার কর্মবিরতিতে প্রাথমিকের সাড়ে ৩ লাখ শিক্ষক

সিনিয়র মেডিকেল অফিসার পদে নিয়োগ দিচ্ছে সেভ দ্য চিলড্রেন

প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়, অতঃপর...

১০

আরএফএলে বড় নিয়োগ, দ্রুত আবেদন করুন

১১

দাঁড়িপাল্লার কাছে নারী সমাজ নিরাপদ নয় : খায়রুল কবির খোকন

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

২৭ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৫

সড়কের ‘জানাজা’ পড়লেন স্থানীয়রা

১৬

হংকংয়ে আবাসিক ভবনে আগুন, নিহত বেড়ে ৪৪

১৭

হোয়াইট হাউসের কাছে ২ জনকে গুলি

১৮

শেখ হাসিনা-জয়-পুতুলের দুর্নীতি মামলার রায় আজ

১৯

বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন এনামুল

২০
X