কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৭:০৭ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে ট্রাম্পের ১২ পোস্টে যা লেখা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবশেষে সমাপ্তি ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। এই পুরো যুদ্ধকালীন সময়ে ট্রাম্প ছিলেন সামাজিক মাধ্যমে সরব, বিশেষ করে তার মালিকানাধীন ট্রুথ স্যোশালে।

যুদ্ধের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তিনি নিজেই ‘লাইভ পোস্টিং’-এর মাধ্যমে তুলে ধরেছেন। কখনও ইরানকে হুমকি দিয়েছেন, কখনও আলোচনার কথা বলেছেন। তিনি এই যুদ্ধকে নাম দিয়েছেন ‘১২ দিনের যুদ্ধ’।

এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি অংশ না নিলেও, ট্রাম্পের ভাষ্যমতে, ২২ জুন মার্কিন হামলায় ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা—ফোর্দো, নাতানজ এবং ইসফাহানে জোরালো বোমাবর্ষণ করা হয়। জবাবে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের হামলাই এই যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছে।

ট্রাম্পের আলোচিত সেই ১২টি পোস্ট ১৩ জুন

‘দুই মাস আগে আমি ইরানকে (একটি চুক্তি করার জন্য) ৬০ দিনের আলটিমেটাম দিয়েছিলাম। আজ ৬১তম দিন। তারা সময়মতো সিদ্ধান্ত নিতে পারেনি, এখন হয়তো দ্বিতীয় সুযোগ পাবে।’

১৫ জুন

‘আজ রাতের ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। যদি ইরান আমাদের ওপর কোনো হামলা করে, তার জবাবে আমরা অভূতপূর্ব শক্তি প্রয়োগ করব। তবে, আমরা সহজেই ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি চুক্তি সম্পন্ন করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি!!!’

১৭ জুন ভোর

“আমি যে ‘চুক্তি’ স্বাক্ষর করতে বলেছিলাম তাতে ইরানের স্বাক্ষর করা উচিত ছিল। যদি তারা চুক্তি স্বাক্ষর করত, তাহলে এত প্রাণহানির দরকার হতো না। আমি বারবার বলেছি, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। তেহরান যেন সবাই তাড়াতাড়ি ছেড়ে যায়!”

১৭ জুন সকাল

ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ সম্পর্কে ট্রাম্প লেখেন, ‘তিনি ভুল বলছেন, আমি যুদ্ধবিরতির জন্য জি৭ সম্মেলন থেকে বেরিয়ে এসেছি। তার ধারণা ভুল! তিনি জানেন না কেন আমি এখন ওয়াশিংটনে যাচ্ছি, তবে যুদ্ধবিরতির সাথে এর কোনো সম্পর্ক নেই। এর চেয়েও বড়। ইচ্ছাকৃতভাবে হোক বা না হোক, ইমানুয়েল সর্বদা ভুল করে। সাবধান থাকুন!

১৭ জুন রাত

‘আমরা এখন ইরানের আকাশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছি। ইরানের কাছে ভালো স্কাই ট্র্যাকার এবং অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছিল কিন্তু আমেরিকার প্রযুক্তির সঙ্গে তুলনা চলে না।’

১৭ জুন রাত

‘‘আমরা জানি ইরানের তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় আছেন। তাকে এখনই টার্গেট করব না, তবে ধৈর্যের সীমা ফুরিয়ে আসছে। আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হোক। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ!”

২২ জুন ভোর

আমরা ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় আমাদের অত্যন্ত সফল আক্রমণ সম্পন্ন করেছি, যার মধ্যে রয়েছে ফোর্দো, নাতানজ এবং ইসফাহান। সমস্ত বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। গুরুত্বপূর্ণ স্থাপনা ফোর্দো-তে বোমার একটি পূর্ণ পেলোড ফেলা হয়েছে। সমস্ত বিমান নিরাপদে বাড়ি ফিরেছে। আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এটি করতে পারত না। এখনই শান্তির সময়! এই বিষয়ে মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ।

২২ জুন সকাল

‘ইরান যদি পাল্টা হামলা চালায়, তাহলে তারা এমন প্রতিক্রিয়া পাবে যা ইতিহাসে দেখা যায়নি। ধন্যবাদ! ডোনাল্ড জে. ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।’

২৩ জুন ভোর

“ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আঘাত ছিল ‘ঐতিহাসিক ও নির্ভুল’। স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের সামরিক বাহিনী দুর্দান্ত দক্ষতা দেখিয়েছে। তাদের ধন্যবাদ!’’

২৩ জুন ভোর

“‘রেজিম চেঞ্জ’ বলা হয়তো রাজনৈতিকভাবে ঠিক না, তবে ইরানের বর্তমান সরকার যদি দেশটিকে আবার মহান করতে সক্ষম না হয়, তাহলে পরিবর্তনের দরকার আছে। MIGA!”

২৪ জুন ভোর

“ইরান তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের জবাবে খুবই দুর্বল প্রতিক্রিয়া দেখিয়েছে, যা আমরা আশা করেছিলাম। ইরান খুব কার্যকরভাবে এর জবাব দিয়েছে। ১৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে - ১৩টি ভূপাতিত করা হয়েছে এবং ১টি ছেড়ে দেওয়া হয়েছে, কারণ এটি হুমকিহীন দিকে পরিচালিত হয়েছিল। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, কোনো আমেরিকান হতাহত হয়নি। আশা করা যায়, আর কোনো ঘৃণা থাকবে না। আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই আমাদের আগেভাগে জানানোর জন্য, যার ফলে কোনও প্রাণহানি বা কেউ আহত হয়নি। সম্ভবত ইরান এখন এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারে এবং আমি আনন্দের সঙ্গে ইসরায়েলকে একই কাজ করতে উৎসাহিত করব। আপনাদের সবাইকে ধন্যবাদ!”

২৪ জুন সকাল

“সকলকে অভিনন্দন! ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এখন থেকে ১২ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ হবে। এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এটি ‘১২ দিনের যুদ্ধ’ হিসেবে সমাপ্তি ঘটাবে। আমি গর্বিত যে আমরা একটি দীর্ঘমেয়াদি যুদ্ধ থেকে বাঁচাতে পেরেছি। ঈশ্বর ইসরায়েল, ইরান, যুক্তরাষ্ট্র ও সমগ্র বিশ্বকে আশীর্বাদ করুন!”

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

হরিণের মাংসসহ আটক ৮

যে বিলাসবহুল নেশায় বছরে ৬০ কোটি টাকারও বেশি খরচ করেন হলান্ড

পাটুরিয়ায় ফেরিঘাটে ভাঙন, ৪ নম্বর ঘাটও ঝুঁকিতে

দুই কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

ত্বকের যত্নে ম্যাজিকের মতো কাজ করে যে ৫ ফল

আপনি কি জানেন, কেন তালার নীচে ছোট্ট ছিদ্র থাকে?

বিয়ের প্রস্তাব দেওয়ার পর জর্জিনাকে কত টাকার উপহার দিয়েছেন রোনালদো?

ফ্রিজে রাখা কাটা পেঁয়াজ কি খাওয়া উচিত, যা বলছেন বিশেষজ্ঞ

লুট হওয়া পাথর বালু ও মাটি দিয়ে আড়ালের চেষ্টা

১০

যেসব দেশে থাকার জন্য টাকা পাওয়া যায়

১১

বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন কত

১২

ডিএমপিতে অনলাইন জিডি করবেন যেভাবে

১৩

৪ জনের মরদেহ উদ্ধার / ‘আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো’ লেখা চিরকুটে আরও যা ছিল

১৪

ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন 

১৫

পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি পৌঁছে দিলেন ইউএনও

১৬

১০৭ বছর বয়সেও চশমা ছাড়া কোরআন পড়েন নুর জাহান

১৭

প্রেম, স্মৃতি আর বিদায়ের গল্পে লিসা-কেনতারো

১৮

গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

১৯

আমিরের সঙ্গে দিব্যর স্বপ্নময় মুহূর্ত

২০
X