কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৭:৪১ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত : হারেৎজ

গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বসতি। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বসতি। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলা নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার (২৮ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এটি অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় চার শতাংশ। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৫৬ হাজার ৩০০ জনের কাছাকাছি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হারেৎজ জানিয়েছে, ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহতের পাশাপাশি গাজায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে ক্ষুধা, ঠান্ডা এবং রোগের মতো যুদ্ধের পরোক্ষ প্রভাবে অনেক মানুষ মারা গেছে।

দৈনিকটি বলেছে, ইসরায়েলি সরকারি মুখপাত্র ও মিডিয়া ব্যক্তিত্বরা গাজার পক্ষ থেকে প্রকাশিত মৃতের সংখ্যা অতিরঞ্জিত বলে দাবি করলেও, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এখন বলছেন এই সংখ্যাগুলো নির্ভরযোগ্য এবং বাস্তব চিত্রের তুলনায় হয়তো কমই।

লন্ডনের ইউনিভার্সিটি অব হলওয়ে কলেজের অর্থনীতিবিদ এবং সংঘাতজনিত মৃত্যুর আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রফেসর মাইকেল স্প্যাগাট একটি সমীক্ষা চালিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারিতে চালানো এক জরিপ অনুযায়ী, গাজায় ৭৫ হাজার ২০০ জন মানুষ সরাসরি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

এই সমীক্ষা অনুযায়ী, নিহতদের ৫৬ শতাংশই নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে কোনো সংঘাতে নিহত নারী-শিশুর অনুপাতে সর্বোচ্চ। এই অনুপাত কসোভো (২০%), উত্তর ইথিওপিয়া (৯%), সিরিয়া (২০%) এবং সুদান (২৩%)-এর চেয়েও দ্বিগুণের বেশি।

প্রফেসর স্প্যাগাট বলেন, আমরা সম্ভবত এমন অবস্থানে পৌঁছেছি যেখানে গাজার প্রায় ৪ শতাংশ জনগণ নিহত হয়েছে। একবিংশ শতাব্দীতে আর কোনো সংঘাত এত উচ্চমাত্রায় জনসংখ্যার বিপর্যয় ঘটায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অন্যদিকে ইসরায়েল গাজায় তার যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতাকে চ্যাংদোলা করে থানায় নিয়ে হেনস্তা

গাজায় গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক ইরান-সৌদির

১০২ বছর বয়সে পর্বত জয়, বিশ্বরেকর্ড গড়লেন বৃদ্ধ

৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ

রুমিন ফারহানা ইস্যুতে যে আহ্বান জানালেন হাসনাত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে আর রক্ষা নেই, নতুন বিধান

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা সাড়ে ২২ হাজার কোটি

৩ মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করল বিএনপি

শিক্ষার্থীদের সংবর্ধনায় পোশাক নিয়ে সমালোচনার মুখে ফারিণ

১০

বন্ধুর জানাজায় অংশ নিয়ে ভাইরাল সেই সুধীর বাবুর পরলোকগমন

১১

শোকজের জবাবে যা বললেন ফজলুর রহমান

১২

শ্বশুরের বিচারপতি হওয়া নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিলেন সারজিস

১৩

কর্মক্ষেত্রে প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আইইবির

১৪

রাকসু নির্বাচন : মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল, পেছাবে ভোটের তারিখ

১৫

এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

১৬

জবি বাংলা বিভাগের এক শিক্ষককে বহিষ্কার, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা 

১৭

ছোট পর্দায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’

১৮

অবৈধ মোবাইল দিয়ে বন্দিরা আমাকে কল করেন : কারা মহাপরিদর্শক

১৯

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি প্রযোজকের সিনেমা

২০
X