কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে আর বিশ্বাস করেন না বহু ইসরায়েলি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরানে হামলার পর বড় বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির বিরুদ্ধে জয় দাবি করেছেন তিনি। তবে জরিপ বলছে, নেতানিয়াহুকে আর বিশ্বাস করেন না বহু ইসরায়েলি।

শনিবার (২৮ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ১২ দিনের সংঘাতের পর ‘ঐতিহাসিক বিজয়’ দাবি করেছেন নেতানিয়াহু। তবে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ইসরায়েলের অনেক নাগরিক তার ওপর আস্থা রাখছেন না এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।

বিবিসি জানিয়েছে, মার্চ মাসে যখন গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছিল এবং বহু জিম্মি মুক্তি পেয়েছিল, তখন সেই প্রক্রিয়া ভেঙে দিয়ে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই সিদ্ধান্ত অনেকেই ‘রাজনৈতিক আত্মহত্যা’ বলেও উল্লেখ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর এই পদক্ষেপে বহু ইসরায়েলি, বিশেষ করে জিম্মিদের পরিবার ক্ষুব্ধ হন। তাদের অভিযোগ, নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং তাদের প্রিয়জনদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করছেন। গাজা থেকে সেনা প্রত্যাহার ও যুদ্ধের সমাপ্তির অংশ হিসেবে একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়ার অংশ ছিল জিম্মিদের মুক্তি। কিন্তু নেতানিয়াহু সেই প্রক্রিয়াকে থামিয়ে দেন এবং হামাস সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম মারিবের এক জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধ নেতানিয়াহুর জনপ্রিয়তায় বড় কোনো উত্থান আনতে পারেনি। তার দল লিকুদ পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বরং ছোট দলগুলোর সঙ্গে জোট গঠন করাও কঠিন হয়ে উঠতে পারে।

একই জরিপে আরও বলা হয়, ৫৯ শতাংশ ইসরায়েলি চান গাজায় যুদ্ধ এখনই বন্ধ হোক এবং জিম্মিদের মুক্তির বিনিময়ে শান্তি ফিরুক। এছাড়া ৪৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, নেতানিয়াহু শুধু নিজের রাজনৈতিক স্বার্থেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর তামার হারম্যান বলেন, নেতানিয়াহু একজন অত্যন্ত দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। ইসরায়েলে তার চেয়ে দক্ষ রাজনীতিবিদ আর নেই। কিন্তু আস্থা নেতানিয়াহুর জন্য একটি বড় সমস্যা। তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য বারবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন, তাকে ইসরায়েলের সংখ্যাগরিষ্ঠ মানুষ আর বিশ্বাস করে না।

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের নতুন জরিপ অনুযায়ী, নেতানিয়াহু ইসরায়েলিদের পূর্ণ বা আংশিক আস্থার ৫০ শতাংশ সীমা অতিক্রম করতে পারেননি। প্রফেসর হারম্যান বলেন, ইরানে সামরিক অভিযানের তুলনায় আগাম নির্বাচনের ডাক দেওয়া নেতানিয়াহুর জন্য আরও বড় ঝুঁকি, কারণ মধ্যপ্রাচ্যে ছয় মাস পর কী হবে তা কেউ জানে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা হিন্দু-মুসলিম কারও স্বার্থ রক্ষা করেনি : জয়ন্ত কুন্ডু

হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার উদ্বোধন

অনলাইনে প্রোপাগান্ডা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিপি প্রার্থী আবিদুলের 

ভিপি প্রার্থী হয়ে রাকসুতে ইতিহাস গড়লেন তাসিন

সব ফরম্যাটে এক অধিনায়কের পথে হাঁটছে বিসিসিআই

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৫৭ শিক্ষার্থী

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬

রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

রোডম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই ইসিকে জনআস্থা অর্জন করতে হবে : সাইফুল হক 

ডায়াবেটিস রোগীদের রুটি খাওয়া ভালো না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

১০

ইসরায়েলি সেনাপ্রধানকে থামতে বললেন নেতানিয়াহু

১১

যুক্তরাষ্ট্র-রাশিয়ার ফাঁদে পা দেবে না চীন

১২

অনির্বাচিত সরকারের কাছে কোনো প্রত্যাশা নেই : আমীর খসরু

১৩

রোদে গাঁজা শুকাতে দিয়ে ধরা হারুন

১৪

চাঁদপুরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ও শ্রেণিকক্ষে শিক্ষকদের মোবাইল ফোন নিষিদ্ধ

১৫

ডাচদের বিপক্ষে শামীম-ইমনকে খেলানো নিয়ে যা বললেন সিমন্স

১৬

নীল ওয়েবসাইটে ইতালির প্রধানমন্ত্রীর ছবি, অতঃপর...

১৭

ভুটানের বিপক্ষে ড্রয়ে শিরোপার স্বপ্ন ফিকে বাংলাদেশের

১৮

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

১৯

বিশেষ সম্মাননা পেলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী

২০
X