কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাডার ফাঁকি দিতে পারে এমন বিমান তৈরি করবে সৌদি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সম্প্রতি ঘটে যাওয়া ভারত-পাকিস্তান এবং ইরান-ইসরায়েল যুদ্ধগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আধুনিক সামরিক ব্যবস্থায় অত্যাধুনিক যুদ্ধবিমানের বিকল্প নেই। অর্থাৎ যুদ্ধ বিমান এমন হতে হবে যেন তা শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়েই নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে সক্ষম হয়।

তবে এ দুই সংঘাতের আগেই তিন দেশ মিলে একটি প্রকল্প হাতে নিয়েছে। যুক্তরাজ্য, জাপান ও ইতালি মিলে ২০২৩ সালেই এই প্রকল্প শুরু করে। যার নাম গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম- জিসিএপি।

এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে ষষ্ঠ প্রজন্মের একটি অত্যাধুনিক স্টিলথ ফাইটার জেট তৈরি করা। স্টিলথ ফাইটার হলো এক বিশেষ ধরনের যুদ্ধবিমান, যা শত্রুপক্ষের রাডার বা অন্যকোনো যন্ত্রের চোখে ধরা পড়ে না। সহজ কথায়, ‘স্টিলথ’ মানে হলো ‘গোপন’ বা ‘লুকানো’। এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো বিমানকে এমনভাবে তৈরি করা, যাতে এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তার এলাকায় ঢুকে অব্যর্থ হামলা করতে পারে।

বর্তমানে জাপানি, ব্রিটিশ এবং ইতালীয় বিমান নির্মাতারা এই ফাইটার জেট তৈরির কাজে ব্যস্ত। এরই মধ্যে খবর এলো, সৌদি আরবও এই প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। এর মাধ্যমে তারা অত্যাধুনিক সামরিক প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা বাড়ানোর সুযোগ পাবে।

এই অত্যাধুনিক বিমান বানানোর কাজে মাঠে নেমেছে যুক্তরাজ্য ও ইতালির বর্তমান ইউরোফাইটার জেট এবং জাপানের মিতসুবিশি। জাপান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য, জাপান ও ইতালি সৌদি আরবকে তাদের এই গুরুত্বপূর্ণ সামরিক প্রকল্পে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে। তবে, এটি তখনই সম্ভব হবে, যখন প্রকল্পটি আরও ভালোভাবে এগোবে।

জাপান টাইমসের বরাতে দ্য আরব নিউজ জানায়, সৌদি আরবের এই কর্মসূচিতে যোগদানে কোনো বাধা নেই, সেক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে প্রযুক্তি ভাগাভাগি এবং জিসিএপি-এর সকল সদস্য দেশের অনুমোদন নেওয়া। তবে এই নতুন উদ্যোগে পুরোপুরি যুক্ত হওয়ার আগে, সদস্য দেশগুলোও চাইছে যে সৌদি আরব যেন ইউরোফাইটার তৈরির মাধ্যমে কিছু অভিজ্ঞতা অর্জন করে।

সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরেকটি দেশও এই অত্যাধুনিক যুদ্ধবিমানটির উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে। তবে এর নাম প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, এই উদ্যোগগুলো বৈশ্বিক সামরিক প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করছে এবং ভবিষ্যতের আকাশযুদ্ধের ক্ষমতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচন : মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল, পেছাবে ভোটের তারিখ

এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

জবি বাংলা বিভাগের এক শিক্ষককে বহিষ্কার, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা 

ছোট পর্দায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’

অবৈধ মোবাইল দিয়ে বন্দিরা আমাকে কল করেন : কারা মহাপরিদর্শক

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি প্রযোজকের সিনেমা

শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে : শামা ওবায়েদ 

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে রকমারি ডটকম, বেতন ৩০ হাজার

জীবিকার তাগিদে বের হয়ে প্রাণ হারালেন রফিকুল

হঠাৎ অসুস্থ একই স্কুলের ২২ ছাত্রী

১০

কয়েকটি ইসলামি দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হচ্ছে : সালাহউদ্দিন 

১১

দ্রুতগতিতে গাড়ি চালানোয় পরিবহনমন্ত্রীকে জরিমানা!

১২

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলাকারীদের কী সাজা হতে পারে

১৩

গকসু নির্বাচন : প্রথম দিনে ১৩টি মনোনয়নপত্র বিতরণ

১৪

ববির আবেগঘন পোস্ট

১৫

খুলনায় নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১৬

প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অডিট বন্ধ থাকবে : এনবিআর চেয়ারম্যান

১৭

১ বলে ১৩ রান নিলেন ভারতের তারকা ওপেনার

১৮

ডাকসু নির্বাচন / প্রচারণার প্রথম দিনই শিবিরের ব্যানার ভাঙচুর

১৯

হিজাব বিতর্কে ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত

২০
X