কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৫:৫৪ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

 ২০২৬ সালে দুবাইয়ে ডানা মেলবে উড়ন্ত ট্যাক্সি

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।

ট্রাফিক জ্যাম পেরিয়ে ট্যাক্সিতে উড়ে গন্তব্যে যাওয়া এখন আর কল্পনা নয়। নগর গতিশীলতার বিবর্তনে উড়ন্ত ট্যাক্সি ব্যবস্থা চালু করতে কাজ করছে দুবাই। ২০২৬ নাগাদ এ স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জোবি অ্যাভিয়েশন সফলভাবে পূর্ণমাত্রার পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটি আগামী ছয় বছরের জন্য দুবাইয়ে এয়ার ট্যাক্সি পরিচালনার একচেটিয়া অধিকার পেয়েছে। জোবির তৈরি ই-ভিটিওএল বিমানগুলো পুরোপুরি বৈদ্যুতিক এবং পরিবেশবান্ধব।

দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সির সিইও আহমেদ হাশিম বাহরুজিয়ান গালফ নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান, এটি কোনো ট্রায়াল নয়, বরং একটি পূর্ণাঙ্গ পরিবহন ব্যবস্থা যা দুবাইয়ের অবকাঠামোর সঙ্গে যুক্ত থাকবে।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান স্কাইপোর্টস এই এয়ার ট্যাক্সি পরিসেবার অবকাঠামো গড়ে তুলছে। চারটি প্রধান ভার্টিপোর্ট নির্মাণ করা হচ্ছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে (এমিরেটস ভবনের পাশে), পাম জুমেইরাহ, দুবাই মল এবং আমেরিকান ইউনিভার্সিটি অব দুবাই-এর কাছে।

প্রতিটি এয়ার ট্যাক্সিতে একজন পাইলটসহ চারজন যাত্রী এবং লাগেজ পরিবহনের ব্যবস্থা থাকবে। একটানা ২০০ কিলোমিটার রেঞ্জ এবং ৩০০ কিমি/ঘণ্টা গতিসীমা থাকায় আবুধাবি, রাস আল খাইমাহ বা ফুজাইরাহ যাওয়া যাবে মাত্র ৩০ মিনিটের মধ্যেই।

পরিসেবার প্রাথমিক ভাড়ার পরিমাণ এখনো নির্ধারিত হয়নি। তবে এটি শুরুতে হেলিকপ্টার ট্যুরের মতো প্রিমিয়াম দামে চালু হবে। মূলত ব্যবসায়ী ও ধনী পর্যটকদের লক্ষ্য করেই এই পরিসেবা চালু করা হচ্ছে। তবে ভবিষ্যতে উবার বা অন্যান্য রাইড-হেইলিং সেবার মতোই এয়ার ট্যাক্সি সবার জন্য সাশ্রয়ী হবে বলে জানিয়েছেন বাহরুজিয়ান।

কোনো দেশ এখনো জোবির উড়ন্ত ট্যাক্সিকে আনুষ্ঠানিকভাবে ওড়ার ছাড়পত্র দেয়নি। তবে দুবাই সরকার এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো এই সার্টিফিকেশন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। এতে সফল হলে, দুবাই হবে বিশ্বের প্রথম শহর যারা শুধু বাণিজ্যিক এয়ার ট্যাক্সি চালু করবে এবং বৈধভাবে নিয়ন্ত্রণও করবে।

প্রথম দফায় কেবল কেন্দ্রীয় দুবাইয়ে রুট চালু হলেও ভবিষ্যতে সমগ্র আমিরাতে এটি বিস্তারের পরিকল্পনা রয়েছে। আবাসিক এবং বাণিজ্যিক এলাকায় বেসরকারি খাতের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন ভার্টিপোর্ট স্থাপন করা হবে বলেও জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবা শরিফে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা এক মুসল্লির

শাহবাগে দাঁড়িয়ে রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তুললেন জুমা

ভারতে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার হুমকি

১২৩ বছরের অ্যাশেজ ইতিহাস নতুন করে লিখল বক্সিং ডে টেস্ট

ইসরায়েলকে নিশ্চিহ্ন করার বড় পরিকল্পনা ইরানের

তারেক রহমানের সংবর্ধনাস্থলের বর্জ্য অপসারণ করল বিএনপি

মিটার পরিচালনা শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৪ কর্মকর্তা

বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে ভারতের বার্তা

দেড় ঘণ্টা পর খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন

১০

বাংলাদেশে হিন্দু যুবকের হত্যাকাণ্ড নিয়ে যা বললেন জয়সওয়াল

১১

নদীর কিনারায় মিলল ২৩ কেজির কোরাল

১২

একযোগে বাড়ল স্বর্ণ রুপা প্লাটিনামের দাম

১৩

সিরিয়ার হোমস প্রদেশে মসজিদে বিস্ফোরণ

১৪

মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিপিএলের উদ্বোধনীতে ট্রফি না থাকায় প্রশ্ন, ব্যাখ্যা দিলো বিসিবি

১৬

তারেক রহমানের সংবর্ধনাস্থল থেকে ১৪৮ টন বর্জ্য সরানো হয়েছে : ডিএনসিসি

১৭

সাবেক মন্ত্রীর ‘এপিএসের’ ইন্ধনে নির্বাচন কার্যালয়ে আগুন

১৮

ফুলকপি খেলে কি আসলেই পেট ফাঁপে?

১৯

আসন্ন নির্বাচনে এককভাবে লড়বে জেএসডি

২০
X