কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৫:০৭ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে এরদোয়ানের বিস্ফোরক মন্তব্য

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

গাজায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলের সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। শনিবার (৯ আগস্ট) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন। খবর আনাদোলু এজেন্সির।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বরাতে জানা গেছে, দুই নেতা গাজার বর্তমান পরিস্থিতি ও ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা করেন। এরদোয়ান বলেন, ফিলিস্তিনের পাশে থাকার প্রতিশ্রুতি অব্যাহত রাখবে আঙ্কারা।

তিনি ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার সম্ভাব্য ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি সম্পর্কিত মন্তব্যকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে আখ্যা দেন এবং জানান, পশ্চিমা বিশ্বে ইসরায়েলবিরোধী সমালোচনা বাড়ছে। শান্তি প্রতিষ্ঠার জন্য তুরস্ক তার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি আশ্বাস দেন।

এদিকে শনিবার সন্ধ্যায় ইস্তানবুলে হাজারো মানুষ ইসরায়েলের গাজায় হামলা ও অবরোধের প্রতিবাদে রাস্তায় নেমে আসে। ‘প্যালেস্টাইনের জন্য সহায়তা প্ল্যাটফর্ম’ নামে ১৫টি নাগরিক সংগঠনের আয়োজনে ‘বি হোপ ফর গাজা’ শীর্ষক এই মিছিল বায়জিদ স্কয়ার থেকে শুরু হয়ে আইকনিক হাজিয়া সোফিয়া মসজিদের দিকে অগ্রসর হয়।

সিনহুয়া জানিয়েছে, বিক্ষোভকারীরা ‘খুনি ইসরায়েল, ফিলিস্তিন ছাড়ো’ স্লোগান দেন, ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং ব্যানারে গাজায় ক্ষুধার্ত মানুষদের জন্য ইসরায়েলকে দায়ী করে জবাবদিহিতা দাবি জানান।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে ইসরায়েলের নতুন করে শুরু হওয়া তীব্র হামলায় অন্তত ৯ হাজার ৮৬২ জন ফিলিস্তিনি নিহত ও ৪০ হাজার ৮০৯ জন আহত হয়েছে। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৬৯ এবং আহতের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৮৫০।

এ ছাড়া অপুষ্টি ও অনাহারে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। অক্টোবর ২০২৩ থেকে এ ধরনের কারণে মোট মৃত্যুর সংখ্যা ২১২-তে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৮ শিশু রয়েছে।

শুক্রবার ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন দেয়। এ সিদ্ধান্তকে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনা করেছে। সমালোচকদের মতে, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন, গাজার মানবিক সংকট আরও বাড়াবে এবং যুদ্ধবিরতি প্রচেষ্টা ব্যাহত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে

কিডনি ভালো না থাকলে শরীর যেভাবে সিগন্যাল দেয়

অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে ভারতীয় তরুণ গ্রেপ্তার

ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩

মিডিয়া ছাড়লেন লুবাবা; পরলেন নেকাব, মুখ আর দেখাবেন না

তরুণীদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি? গবেষণায় উদ্বেগজনক তথ্য

পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

একসময় হোটেলে বাসন ধুতেন, এখন ১৪৯ কোটির মালিক!

চট্টগ্রামে ৩ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা বিএনপির 

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

১০

মোজা পরেও পা ঠান্ডা? মারাত্মক কোনো রোগের ইঙ্গিত নাতো

১১

ইসির বৈঠকে উঠছে তারেক রহমানের ভোটার হওয়ার নথি : ইসি সচিব

১২

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস : পররাষ্ট্র উপদেষ্টা

১৩

চোখে চাপ না দিয়ে মোবাইল বা ল্যাপটপ দেখুন সহজেই

১৪

সিলেট স্টেডিয়ামেই শেষ শ্রদ্ধা, কুমিল্লায় চিরনিদ্রায় শায়িত হবেন জাকি

১৫

বিএনপিতে রাশেদের যোগদান নিয়ে যা বললেন মির্জা ফখরুল

১৬

রাজশাহীকে হারিয়ে বিপিএলে ঢাকার শুভ সূচনা

১৭

অস্ত্রসহ ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

১৮

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ রোববার

১৯

দুই বছর পর বড় পর্দায় অপু বিশ্বাস

২০
X