নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। এশিয়া কাপের আগে এটা লিটন দাসদের প্রস্তুতির সম্ভাব্য সেরা সুযোগই বলা চলে। কিন্তু দলটা নেদারল্যান্ডস হওয়াতে বেশ সর্তকই থাকতে হবে স্বাগতিকদের। কারণ, টি-টোয়েন্টি ফরম্যাটে যে কোনো দলই বদলে দিতে পারে ম্যাচের দৃশ্যপট। তবে, ঘরের মাঠে খেলা হওয়ায় ফেভারিট হিসেবেই এদিন মাঠে নামবে টাইগাররা।
টি-টোয়েন্টি ফরম্যাটে নেদারল্যান্ডসের বিপক্ষে পরিসংখ্যানে বেশ ভালো ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত এই ফরম্যাটে এই দুই দল পাঁচবার মুখোমুখি হয়েছে। যেখানে চারবার হেরেছে নেদারল্যান্ডস, জয় পেয়েছে মাত্র একবার।
বাংলাদেশ-নেদারল্যান্ডস এই দুই দল সর্বপ্রথম মুখোমুখি হয় ২০১২ সালের ২৫ জুলাই। সেই ম্যাচে ৮ উইকেটের সহজ জয় পায় টাইগাররা। তবে সেই ম্যাচের একদিন পরই হারের তিক্ত স্বাদ পায় বাংলাদেশ। টাইগারদের ১ উইকেটে হারায় ডাচরা। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে এটাই নেদারল্যান্ডসের একমাত্র জয়।
সবশেষ তিন টি-টোয়েন্টি সবগুলোতেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ২০১৬ সালে শ্রীলঙ্কার ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচে ৮ রানে জিতে বাংলাদেশ। ২০২২ সালে হোবার্টে একই প্রতিপক্ষের বিপক্ষে ৯ রানের জয় পায় টাইগাররা। আর সবশেষ ২০২৪ এর জুনে হওয়া ম্যাচে ২৫ রানের জয় পায় বাংলাদেশ।
মন্তব্য করুন