ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের নিয়ে কায়রোতে আগামী ৬ অক্টোবর আলোচনা আয়োজন করবে মিশর। বৈঠকের প্রধান বিষয় হবে বন্দি-জিম্মি বিনিময় প্রক্রিয়া চূড়ান্ত করা।
বৈঠকে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই আলোচনা হবে — বিশেষ করে মাঠ পর্যায়ে কীভাবে বিনিময়টি করা যাবে তা নির্ধারণ করা হবে।
ইসরায়েলি প্রতিনিধিদলে থাকবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক জ্যেষ্ঠ উপদেষ্টা ও শিন বেতের এক কর্মকর্তা। হামাস এখনও তাদের পূর্ণ দল প্রকাশ করেনি, কিন্তু প্রাথমিক প্রতিনিধিদল শিগগিরই কায়রো পৌঁছাবে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র থেকে বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার কায়রোতে যোগ দেবেন। তারা বিনিময় ব্যবস্থাপনা এবং শান্তিচুক্তির অন্যান্য দিক নিয়ে কাজ করবেন।
হামাস নীতিগতভাবে সব বন্দি (জীবিত ও মৃত) মুক্তি দিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে, কিন্তু সম্পূর্ণ চুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দেয়নি।
মন্তব্য করুন