আটান্ন বছর বয়সে কন্যাসন্তানের বাবা হলেন বলিউড অভিনেতা, প্রযোজক ও নির্মাতা আরবাজ খান। রোববার (৫ অক্টোবর) মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তার স্ত্রী শুরা খান। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ভারতীয় সংবাদমাধ্যমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘বৃহস্পতিবার (৪ অক্টোবর) শুরা খানকে ভর্তি করা হয় হাসপাতালে। রোববার (৫ অক্টোবর) সকালে জন্ম নেয় আরবাজ-শুরা দম্পতির প্রথম সন্তান। সালমান খানও পরিবারের সঙ্গে এই খুশির মুহূর্ত উদযাপন করতে পানভেল ফার্মহাউস থেকে মুম্বাইয়ে ফিরছেন।’
২০২৩ সালের ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। তার স্ত্রী ৪২ বছর বয়সী হেয়ারস্টাইলিস্ট শুরা খান। বয়সে ১৫ বছরের পার্থক্য এবং উচ্চতায় দৃশ্যমান ফারাক থাকায় বিয়ের পর থেকেই সমালোচনার মুখে পড়েন তারা। তবে সেই কটাক্ষ উপেক্ষা করে দাম্পত্য জীবন উপভোগ করে যাচ্ছেন এই দম্পতি।
গত বছর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শুরা ও আরবাজ শিগগিরই বাবা-মা হতে যাচ্ছেন। যদিও তারা দীর্ঘদিন বিষয়টি নিয়ে নীরব ছিলেন। অবশেষে চলতি বছরের জুনে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আরবাজ নিজেই সুখবরটি নিশ্চিত করেন।
সেসময় আরবাজ বলেন ‘হ্যাঁ, আমি বাবা হতে যাচ্ছি। আমার পরিবারের সবাই খুব খুশি। এটা আমাদের জীবনের অন্যতম আনন্দের সময়। আমরা নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।’
তিনি আরও যোগ করেন ‘আমাদের সন্তানকে ভালোবাসা ও যত্নে বড় করতে চাই। একজন দায়িত্বশীল বাবা হিসেবে যা করা দরকার, সব করব।’
‘পাটনা শুক্লা’ সিনেমার শুটিং সেটে হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে পরিচয় হয় আরবাজ খানের। পরিচয়ের ৯ মাসের মাথায় তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এর আগে ১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরবাজ। তাদের সংসারে জন্ম নেয় পুত্র আরহান খান। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালের মে মাসে, যখন মুম্বাইয়ের বান্দ্রা পারিবারিক আদালত তাদের বিচ্ছেদ অনুমোদন করে।
শুরা খানেরও এটি দ্বিতীয় বিয়ে। তবে আরবাজ-শুরা দম্পতির জন্য এই কন্যাসন্তান প্রথম সন্তান। বলিউড পরিবার খান ব্রাদার্সের ঘরে নতুন অতিথি আসায় ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন তারকারা। সালমান খান, সোহেল খান ও তাদের পরিবারের সদস্যরাও জানিয়েছেন—এটি ‘নতুন সূচনার সবচেয়ে আনন্দময় মুহূর্ত।’
মন্তব্য করুন