ফেনীর সোনাগাজীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিনামূল্যে সার পেলেন চল্লিশ কৃষক।
শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী কৃষকদের নিয়ে নানা আয়োজনের পর ওই সারগুলো বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এএসএম কামরুজ্জামান কামরুল।
আয়োজক সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার অন্যতম দফা কৃষকদের জন্য ফার্মাস কার্ড ও নারীদের জন্য ফ্যামিলি কার্ডের পরিকল্পনা। এ দফা মোতাবেক কৃষকদের এ বিষয়ে এদিন উপজেলার চর চান্দিয়া ইউনিয়নে কৃষক ও কৃষাণীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সে বিষয়ে কৃষকদের জন্য বিএনপি ঘোষিত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। কৃষকরা তাদের নানা সুবিধা অসুবিধার কথা জানান বৈঠককে। পরে চলমান আমন ধানের মৌসুমে কৃষকদের সহযোগিতার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চল্লিশজন কৃষকদের মাঝে ইউরিয়া ও পটাশিয়াম সার বিতরণ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আবদুর রহিম নামের স্থানীয় এক কৃষক কালবেলাকে জানান, আমরা অতি উচ্চমূল্যের জন্য সার কিনতে হিমশিম খাচ্ছি। পর্যাপ্ত সার দিতে না পারলে আমাদের টার্গেট অনুযায়ী ধান উৎপাদন হবে না। এতে আমাদের পরিবার নিয়ে চলতে অসুবিধা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারগুলো পেয়ে আমরা খুশি।
এ বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এএসএম কামরুজ্জামান কামরুল কালবেলাকে জানান, বিএনপি গণমানুষের দল। আমি দলের একত্রিশ দফার প্রচারে যখন কৃষকদের নিয়ে বৈঠক করি তখন চলমান আমন মৌসুমে তারা সারের সমস্যার বিষয়টি জানালে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে কৃষকদের মাঝে সারগুলো বিতরন করি।
মন্তব্য করুন