কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিশানায় দুই নেতা

লেবাননে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত
লেবাননে ইসরায়েলি হামলা। ছবি : সংগৃহীত

লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি এ হামলায় প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর দুই নেতাকে নিশানা করেছে।

সোমবার (২২ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রোববার দক্ষিণ লেবাননে চালানো বিমান হামলায় হিজবুল্লাহর দুই সদস্যকে লক্ষ্যবস্তু করা হয়। তবে অভিযানে একজন নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ও জানিয়েছে, দক্ষিণ লেবাননের ইয়াতের শহরে ইসরায়েলি হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার জানায়, নিহত ব্যক্তি ওই এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো পুনর্গঠনের কাজে জড়িত ছিলেন। আইডিএফের দাবি, তার কর্মকাণ্ড ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া সমঝোতার লঙ্ঘন। হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী।

২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, এসব হামলার লক্ষ্য হিজবুল্লাহর অবকাঠামো বা যুদ্ধবিরতি লঙ্ঘনকারী সদস্যরা। একই সঙ্গে ইসরায়েল দক্ষিণ লেবাননের ৫টি কৌশলগত স্থানে এখনো সেনা মোতায়েন রেখেছে।

বৈরুতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রোববার ইয়াতের শহরে একটি গাড়ি ও একটি মোটরবাইকে ইসরায়েলি হামলা চালানো হয়। এতে একজন নিহত ও একজন আহত হয়। ইয়াতের শহরটি ইসরায়েল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।

এদিকে, লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী ইয়ারুন এলাকায় তারা একটি ‘ইসরায়েলি নজরদারি যন্ত্র’ শনাক্ত করে তা নিষ্ক্রিয় করেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের শেষদিকে ইসরায়েল ও হিজবুল্লাহযুদ্ধবিরতিতে সম্মত হয়। ইসরায়েলের দাবি, উত্তরাঞ্চলের প্রায় ৬০ হাজার বাস্তুচ্যুত নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনতেই এই অভিযান চালানো হয়েছিল।

ইসরায়েল জানায়, যুদ্ধবিরতির পর থেকে তারা ৩৮০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য ও মিত্র গোষ্ঠীর যোদ্ধাকে হত্যা করেছে। এছাড়া এসব অভিযানে শত শত স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ সময়ে দক্ষিণ লেবাননে এক হাজার ২০০-এর বেশি অভিযান পরিচালনা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোর্ট কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা ক্লাব লিমিটেড নির্বাচন অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্নের চেষ্টা নিন্দনীয় : ইশরাক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১৬

নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন ফরম সংগ্রহ

যে নম্বর থেকে কল এলেই বুঝবেন বিপদে পড়তে যাচ্ছেন

বিএনপিতে যোগ দিলেন জোটের আরেক নেতা

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

অসহায় শিক্ষার্থী বাইজিদ হোসেনের পাশে তারেক রহমান

শরীয়তপুর-৩ আসনে নুরুদ্দিন আহাম্মেদ অপুর মনোনয়ন ফরম সংগ্রহ

১০

রাবিতে ৬ অনুষদের দায়িত্বে উপাচার্য ও দুই উপ-উপাচার্য

১১

গণমাধ্যমে হামলার দায় নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ

১২

তারেক রহমান দেশে ফিরে কবে ভোটার হবেন, জানালেন সালাহউদ্দিন

১৩

কার সঙ্গে কার বিয়ে হবে এটা কি পূর্বনির্ধারিত, নাকি কর্মের ফল?

১৪

ইউনাইটেডে যোগ দিচ্ছেন ৫৮ বছর বয়সী স্ট্রাইকার

১৫

৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের সম্পূর্ণ টাকা

১৬

ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরবের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৭

আসন সমঝোতায় বিএনপির সঙ্গে যাচ্ছে না গণঅধিকার পরিষদ

১৮

ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের দোয়া মাহফিল / ‘হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন বীর’

১৯

আ.লীগের ৯ নেতার পদত্যাগ

২০
X