কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে শান্তিতে নোবেলজয়ী, কীভাবে নেবেন পুরস্কার?

মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি। ছবি : রয়টার্স
মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি। ছবি : রয়টার্স

২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানে কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে ৩টার দিকে তার নাম ঘোষণা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

বাকস্বাধীনতা ও স্বাধীনতার অধিকারের এই লড়াকু সৈনিক এখনো কারাবন্দি। এমন অবস্থায় কীভাবে তিনি নোবেল পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে অংশ নেবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সিএনএন জানায়, নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসেনকে প্রশ্ন করা হয়, ডিসেম্বরে পুরস্কার প্রদানের সময় কী হবে। কারণ নার্গিস মোহাম্মাদি তো কারাবন্দি।

এর জবাবে অ্যান্ডারসেন বলেন, ইরানের কর্তৃপক্ষ যদি সঠিক সিদ্ধান্ত নেয় তাহলে তারা তাকে মুক্তি দেবে। সেটা হলে নার্গিস অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

এর আগে অ্যান্ডারসেন বলেন, ইরান কর্তৃপক্ষ তাকে ১৩ বার গ্রেপ্তার করেছে। দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে পাঁচবার। এসব রায়ের সঙ্গে ১৫৪টি বেত্রাঘাতের রায়ও দিয়েছে। বর্তমানে মোট ৩১ বছরের দণ্ড নিয়ে কারাগারে আছেন তিনি।

এর আগে জেলের ভেতরে থাকা অবস্থায় এক সাক্ষাৎকারে নিউইয়র্ক টাইমসকে তিনি বলেছিলেন, সরকার যেটা বুঝতে পারছে না তা হলো, তারা আমাদের যতই বন্দি করবে আমরা আরও শক্তিশালী হবো।

নোবেল কমিটির পক্ষ থেকে ইরানে নারীদের নিয়ে সরকারের বৈষম্যমূলক ও নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে গত বছর যে হাজার হাজার ইরানি নারী বিক্ষোভ করেছেন তাদের আন্দোলনেরও স্বীকৃতি দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা যে মন্ত্র গ্রহণ করেছেন তা হলো- নারী, জীবন, স্বাধীনতা। যা নার্গিস মোহাম্মাদির আত্মত্যাগ ও কাজকে উপযুক্তভাবে প্রকাশ করে।

এবার এই পুরস্কারের জন্য মনোনীতি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৫১ জন। এখন পর্যন্ত প্রতি বছর মনোনীত সংখ্যার ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৬ সালে সর্বোচ্চ সংখ্যা ছিল ৩৭১। এ বছর মনোনীতদের মধ্যে ২৫৯ ব্যক্তি ও ৯২টি প্রতিষ্ঠান রয়েছে। টানা অষ্টম বছর এ পুরস্কারের জন্য মনোনীতের সংখ্যা ছিল ৩ শতাধিক।

এ বছরের নোবেল শান্তি পুরস্কারের আর্থিক প্রায় ১০ লাখ ডলার। আর্থিক পুরস্কারের সঙ্গে বিজয়ী পাবেন ১৮ ক্যারেট স্বর্ণের একটি পদক ও সনদ। বিভিন্ন সময়ে আর্থিক পুরস্কারের মূল্য কমেছে ও বেড়েছে। নোবেল ফাউন্ডেশন বলেছে, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো হওয়ায় এবার তা বাড়ানো হয়েছে।

এর আগে শুক্রবার পর্যন্ত চিকিৎসাবিজ্ঞান, পদার্থ, রসায়ন, সাহিত্য এবং শান্তি বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের অর্থনৈতিক বিজ্ঞানে (অর্থনীতি) নোবেল পুরস্কার ঘোষণা করা হবে সোমবার (৯ অক্টোবর)। এবার চিকিৎসাবিজ্ঞানে হাঙ্গেরিয়ান-মার্কিন বিজ্ঞানী কাতালিন ক্যারিকো ও মার্কিন চিকিৎসক-বিজ্ঞানী ড্র ওয়াইজম্যান, পদার্থবিজ্ঞানে মার্কিন বিজ্ঞানী পিয়ের অ্যাগোস্টিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ ও ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের, রসায়নে ফরাসি রসায়নবিদ মুঙ্গি জি বাওয়েন্দি, মার্কিন গবেষক লুইস ই ব্রুস ও অ্যালেক্সি আই একিমোভ এবং সাহিত্যে নরওয়ের লেখক ও নাট্যকার ইয়ন ফসে নোবেল পুরস্কার পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সেই প্রভাবশালী নেতাকে শোকজ

বিএনপি থেকে এস এ সিদ্দিক সাজুকে বহিষ্কার

ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার

বাথরুমে একদম খোলামেলা গোসল করা কি জায়েজ?

অদৃশ্য ক্ষমতার বলয়ে মেহেরপুর গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী

ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন : খেলাফত মজলিস

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য দায়িত্বে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনি বিপাকে শহিদের ‘ও রোমিও’

মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব!

১০

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক সমাধানে জোর দিতে চসিক মেয়রের আহ্বান

১১

ভারত থেকে এলো ৫ হাজার টন চাল

১২

বৈচিত্র্যময় খাবারে ‘টেস্টি ট্রিট’ ও ‘মিঠাই’র স্টলে দর্শনার্থীদের আগ্রহ

১৩

বিএনপিতে যোগ দিলেন এনসিপির শতাধিক নেতাকর্মী

১৪

৫০০ গজ ধাওয়া করে মিয়ানমারের নাগরিককে ধরল বিজিবি

১৫

ভারতকে রুখে দিয়ে বাংলাদেশের চমক

১৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আরও ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৭

কেএফসির মেন্যুতে নতুন চমক ‘বক্স মাস্টার’

১৮

রাজশাহী বিভাগের ৩৯ আসনেই বিএনপি জিতবে : মিনু

১৯

আবারও আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যত দিন

২০
X