টানা ষষ্ঠ দিয়ে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। বাড়ছে হামলা-পাল্টা হামলা। পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। এরইমধ্যে হতাহতের সংখ্যা সামাল দিতে ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্যব্যবস্থা। খবর আলজাজিরার।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। এ অঞ্চলের স্বাস্থ্যব্যবস্থা সত্যিকার অর্থে ভেঙে পড়তে শুরু করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে, সেখানে কোনো আইসিইউ বেড ফাঁকা নেই। অঞ্চলের হাসপাতালগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি লোক অপারেশনের জন্য রুমে অপেক্ষমান রয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ অঞ্চলে হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে হতাহতের সংখ্যা অনেক বেশি। বর্তমানে সেখানে হাসপাতালের করিডোরে অনেক রোগী অপেক্ষমাণ রয়েছে।
মন্তব্য করুন