ইসরায়েল ফিলিস্তিন চলমান সংকটের রেশ ধরে ক্রমেই যুদ্ধের রেশ ছড়িয়ে পড়ছে আশপাশের দেশগুলোতেও।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসরায়েলিরা সিরিয়ার দুইটি মূল এয়ারপোর্টে হামলা চালিয়েছে। দামেস্ক এবং আলেপ্পোর বিমানবন্দরে এ হামলা বিমান হামলা চালানো হয়। হামলায় অচল হয়ে গেছে বিমানবন্দর দুইটি। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গণমাধ্যমটি।
স্থানীয় আরেক গণমাধ্যম শাম এফ এম জানায়, হামলার জবাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী সিরিয়ার ধ্বংসপ্রাপ্ত শহরের বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু হয়ে যাওয়ায় ধ্বংসের পরিমাণ আরও বেড়েছে। সিরিয়ায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
গাজা বর্ডার দিয়ে হামাস যোদ্ধারা ইসরায়েলে ঢুকে হামলা চালানোর ছয়দিনের মাথায় সিরিয়ার বিমানবন্দরে এ হামলা চালনা করল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের ইসরায়েল সফরের পর এ হামলা করা হয়। এছাড়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির সঙ্গে বাশার আল আসাদের ফোনালাপে মুসলিম বিশ্বের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানের কয়েক ঘণ্টার ভেতর এ হামলা করে ইসরায়েল।
️ BREAKING: Israel attacked the airports of Damascus and Aleppo in Syria. pic.twitter.com/YKUHjNPL9v
— Lord Bebo (@MyLordBebo) October 12, 2023সিরিয়ায় প্রায় এক দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ান সীমান্তে ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহকে টার্গেট করে ইসরায়েলিরা এসব হামলা করে। এছাড়া সিরিয়ার সেনাবাহিনীর কিছু স্থাপনাতেও তারা হামলা করেছে।
ইসরায়েল এসব হামলা নিয়ে মুখ না খুললেও পরিষ্কার জানিয়য়েছে তারা ইরানের বিরোধী। ইরান আসাদের সরকার সমর্থন করে। ইসরায়েল চায় না ইরান সিরিয়ায় আসাদের সরকার সমর্থনকে কাজে লাগিয়ে তাদের কার্য সিদ্ধি করুক।
মন্তব্য করুন