টানা সপ্তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। পরিস্থিতি সময়ের সাথে সাথে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। বাড়ছে নিহতের সংখ্যা। যুদ্ধের সপ্তম দিনে নিহত সেনার সংখ্যা জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। খবর আলজাজিরা।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনের সাথে চলমান যুদ্ধে ইসরায়েলের ২৫৮ সেনা নিহত হয়েছে। গত শনিবার থেকে এ যুদ্ধ শুরু হয়েছে।
এদিকে ফিলিস্তিনের কাছে আটক সেনাদের উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) আজ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ২৫০ জন বন্দিকে উদ্ধারের দৃশ্য দেখানো হয়েছে। গাজার সীমানা প্রাচীরের কাছাকাছি এলাকায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।
আইডিএফের দাবি, তারা অভিযান চালিয়ে নিজেদের সেনাদের উদ্ধার ছাড়াও ছয়জন হামাস যোদ্ধাকে সুফা পোস্টের কাছে হত্যা করেছে।
আইডিএফ জানায়, তারা হামাসের বাঙ্কার থেকে ২৫০ জন বন্দিকে মুক্ত করেছে তারা। এ সময় ৬০ হামাস যোদ্ধাকে হত্যা করা হয় এবং ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যোদ্ধাদের ভেতর মুহাম্মাদ আবু আলি রয়েছেন। তিনি হামাসের দক্ষিণ অংশের নাভাল ডিভিশনের উপপ্রধান।
মন্তব্য করুন