কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৪:৩৮ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে ভয়ংকর খেলা খেলছে যারা

ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক। পুরোনো ছবি।
ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক। পুরোনো ছবি।

ফিলিস্তিনে হামলার পর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজান বাড়ছে। হামলার পর পাল্টা হামলা চলছে এ সীমান্তেও। এ নিয়ে এবার মুখ খুলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে ভয়ংকর খেলা খেলছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইডিএফ মুখপাত্র বলেন, হিজবুল্লাহ ভয়ংকর খেলায় মেতে উঠেছে। তাদের এমন কর্মকাণ্ডের ফলে যুদ্ধে জড়িয়ে যেতে পারে লেবানন। তবে এভাবে কিছু অর্জন করতে পারবে না তারা।

রোববার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জোনাথন জানান, লেবানন কি সত্যিই গাজার যোদ্ধাদের স্বার্থে লেবাননের সমৃদ্ধি এবং সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়? তিনি বলেন, লেবানন ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় একের পর হামলা চালিয়ে যাচ্ছে। তারা এভাবে করে পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে।

আইডিএফ মুখপাত্র বলেন, হিজবুল্লাহর হামলার কারণে ইসরায়েলের সামরিক বেসামরিক লোকজন হতাহত হয়েছেন।

আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে জাতিসংঘের অবস্থান লক্ষ্য করে হামলা করে চলেছে। এভাবে করে তারা জাতিসংঘের শান্তিরক্ষীদের ক্ষতি করতে চাচ্ছে। তারা মূলত ইসরায়েলের বেসামরিক স্থাপনা এবং জনবহুল এলাকায় হামলা চালাচ্ছে।

এর আগে ইসরায়েলের সাথে আরও এক দেশ যুদ্ধে জড়িয়েছে বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি বলেন, এজন্য তারা কড়া মূল্য দিচ্ছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, লেবাননের হিজবুল্লাহ গ্রুপ ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য তারা কড়া মূল্য দিচ্ছে।

ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি বলেছেন, আমাদের সম্ভাব্য সব চ্যালেঞ্জকে সামনে রেখে সতর্কভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা এই যুদ্ধের পরিস্থিতি ১৮০ ডিগ্রিতে উলটাতে যাচ্ছি। হামলার দিনটি এমনভাবে স্মরণ করা হবে, ওইদিন হামাসের চূড়ান্ত বিলুপ্তি শুরু হয়েছে।

গ্যালান্ট বলেন, আমরা এখন এ নির্দেশনা অনুসারে কাজ করতে যাচ্ছি। এজন্য সময় লাগবে। এজন্য মূল্যও দিতে হবে। কেননা আমরা যুদ্ধে রয়েছি। আমাদের হাতে আর কোনো অপশন নেই। ফলে আমাদের জন্য যা প্রয়োজন তা আমরা করব। যুদ্ধে আমরাই জয়ী হবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিনির বিকল্প হিসেবে মধু খাওয়া কি ভালো? যা বলছে বিজ্ঞান

পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

খালেদা জিয়া ছিলেন জনগণের নেত্রী : খন্দকার আবু আশফাক

ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবে ইউআইইউ রানার্স আপ

বহিষ্কৃত খালেদা জিয়ার সাবেক উপদেষ্টাকে দলে ফেরাল বিএনপি

আপিলে বহাল জামায়াত প্রার্থীর মনোনয়ন, মিষ্টি বিতরণ

ডাবলু হত্যা আইনের প্রতি চরম অবমাননা : মির্জা ফখরুল

সুযোগ পেলেই আয়নায় চোখ রাখছেন? যে রোগের শিকার হতে পারেন

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান

গুলি করে ভাইরাল সেই সোহাগ গ্রেপ্তার

১০

জাপানে কবি কাজী নজরুল ইসলাম সেন্টারের কমিটি গঠন

১১

বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

১২

সংকটের মাঝেই বড় ধাক্কা, প্রধান কোচকে হারাল ঢাকা ক্যাপিটালস

১৩

ইরান ইস্যুতে মালালার স্ট্যাটাস, কার পক্ষ নিলেন

১৪

নোবেল বিজয়ীর দাবি / ইরানে লিথ্যাল উইপনের গুলিতে ১২ হাজার বিক্ষোভকারী নিহত

১৫

চট্টগ্রাম বন্দরে ৯ ‘জুলাই যোদ্ধার’ নিয়োগ নিয়ে সমালোচনা

১৬

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের আড়ালে গণহত্যা চলছে : নোবেল বিজয়ীর অভিযোগ

১৭

একাত্তরের পরম বন্ধুদের কথা : ভালোবাসায় বাড়ানো হাত

১৮

অবশেষে মুখ খুললেন তাহসান

১৯

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

২০
X