গাজার মানুষের সঙ্গে পশুর মতো আচরণ করা হলেও বিশ্ব নীরব বলে অভিযোগ করেছেন গাজার লেখক ইউসোরি আল ঘোল। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউসোরি বলেন, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এখানকার সবার জীবন স্তব্ধ হয়ে পড়েছে। বিচ রিফুজি ক্যাম্প থেকে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, এখানে প্রতিদিন বিমান হামলা চালানো হচ্ছে। আমরা খেতে বা ঘুমাতেও পারছি না। আমাদের জ্বালানি নেই। ফলে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। এমনকি আমরা বাথরুমেও যেতে পারছি না।
গাজার ওই লেখক বলেন, তারা আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করছে। এ ব্যাপারে বিশ্ব নীরব রয়েছে। এমনকি ফিলিস্তিনিদের সঙ্গে যা ইচ্ছা আচরণ করার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আইনি বৈধতা দিচ্ছে। তারা সম্মিলিতভাবে আমাদের শাস্তি দিচ্ছে। সবকিছু লক্ষ্য করেই করা হচ্ছে।
মন্তব্য করুন