গাজায় ইসরায়েলের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩৫ জন নিহত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ৩১২ জন হয়েছেন। এছাড়া ধসে পড়া ভবনের পাথরের নিচে অনেকে আটকা পড়ে রয়েছেন। তাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি।
মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ২৪ হাজারে পৌঁছেছে। এ পর্যন্ত ২৩ হাজার ৮৪৩ জন নিহত হয়েছেন।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির সেনাদের হামলায় গাজায় ৬০ হাজার ৩১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকে অঙ্গহানিসহ নানাবিধ জটিলতার মধ্যে দিয়ে জীবন পার করছেন।
মন্তব্য করুন