পশ্চিম এশিয়ায় ইরানের সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তম সামরিক হেলিকপ্টারবহর রয়েছে বলে দাবি করেছেন দেশটির এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। ইরানি হেলিকপ্টারগুলো এতই শক্তিশালী যে, মাত্র তিন সেকেন্ডে শত্রুর ঘাঁটি তছনছ করে দিতে পারে।
গতকাল শনিবার (৮ জুলাই) তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে এমন দাবি করেন ইরানের সেনাবাহিনীর এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল ইউসেফ কোরবানি।
তিনি বলেন, এসব হেলিকপ্টারকে প্রকৃত যুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে হামলা চালানোর মতো অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত করা হয়েছে। বিশ্বের উন্নত হেলিকপ্টরে যেসব অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, ঠিক একই ধরনের প্রযুক্তি ইরানি হেলিকপ্টারেও রয়েছে।
পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও তার সেনাবাহিনী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান তিনি। ইরানের সামরিক হেলিকপ্টারগুলোকে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ও অন্যান্য সরঞ্জামে সজ্জিত করায় তিনি ইরানি সামরিক বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ইউসেফ কোরবানি বলেন, ইরানের হেলিকপ্টারগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে সজ্জিত। এসব ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এমনকি মাত্র তিন সেকেন্ডে এসব ক্ষেপণাস্ত্র শত্রুর ঘাঁটি তছনছ করে দিতে পারে।
এ ছাড়া সংবাদ ব্রিফিংয়ে ইরানি হেলিকপ্টারের পাল্টা আক্রমণের দিকটিও তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল কোরবানি। তিনি বলেন, ইরানের সামরিক হেলিকপ্টার দ্রুত পাল্টা আক্রমণের সক্ষমতা রয়েছে। এগুলো মাত্র দুই ঘণ্টার মধ্যে সেনাঘাঁটি থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছে যেতে পারে।
মন্তব্য করুন